For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ছবিতে দেখুন, ফ্যানের আঁকায় ধোনিকে জন্মদিনের আগাম শুভেচ্ছা জানাল সিএসকে

ছবিতে দেখুন, ফ্যানের আঁকায় ধোনিকে জন্মদিনের আগাম শুভেচ্ছা জানাল সিএসকে

  • |
Google Oneindia Bengali News

অপেক্ষার কয়েক ঘন্টা, রাত পোহালেই ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির জন্মদিন। মঙ্গলবার ৭ জুলাই ৩৯ বছরে পা রাখতে চলেছেন ধোনি। বিশ্বকাপ জয়ী কাপ্তানের জন্মদিন ঘিরে নেট নাগরিক ক্রিকেট ফ্যানদের উন্মাদনার বহিঃপ্রকাশ শুরু।

ছবিতে দেখুন, ফ্যানের আঁকায় ধোনিকে জন্মদিনের আগাম শুভেচ্ছা জানাল সিএসকে

মাহির বার্থ ডে উপলক্ষ্যে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় গ্রুপ গ্রুপে ধোনিভক্তরা ছবি, স্লোগান পোস্ট শুরু ঝড় তুলতে শুরু করেছেন। এবার মাহিকে আগাম জন্মদিনের শুভেচ্ছা জানাল চেন্নাই।

করোনা পরিস্থিতিতে দেশে ক্রিকেট বন্ধ। ক্রিকেটভক্তদের এমনিতেই মন খারাপের শেষ নেই। লাইভ ক্রিকেট নেই, নেই আইপিএল, আন্তর্জাতিক ক্রিকেটেও এখনও তালা ঝুলছে, সেই সঙ্গে অক্টোবরে টি-২০ ক্রিকেট বিশ্বকাপ হওয়ার সম্ভাবনাও এখন বিশ বাঁও জলে। এর মাঝেই দরজা কড়া নাড়ছে ধোনির জন্মদিন। আর প্রিয় ক্রিকেটারের জন্মদিনকে ঘিরে উৎসব হবে না, তাই আবার হয়!

সেই কারণেই সোশ্যাল মিডিয়ায় ধোনির জন্মদিন উৎসবের প্রথম অফিশিয়াল টুইট পোস্ট করে সেলিব্রেশনের শুভারম্ভ চেন্নাই সুপার কিংসের। সব কিছু ঠিকঠাক থাকলে এতদিন আইপিএল ফাইনাল হয়ে যাওয়ার কথা। সেক্ষেত্রে তিনবারে চ্যাম্পিয়ন চেন্নাইয়ের মুকুটে আরও একটা পালক জুড়লেও জুড়তে পারত। কিন্তু সেই সব নিয়ে এখন অবশ্য ভেবে ফ্র্যাঞ্চাইজি হতাশ হতে নারাজ। কাপ্তানের জন্মদিন বলে কথা, তাই এদিন হলুদ আর্মির এক ফ্যানের আঁকা বিশেষ ছবি পোস্ট করেই থালাইভাকে বার্থ ডে শুভেচ্ছা জানান চেন্নাই সুপার কিংস।

ছবিতে দেখুন, ফ্যানের আঁকায় ধোনিকে জন্মদিনের আগাম শুভেচ্ছা জানাল সিএসকে

দুই ফ্রেমের ছবির প্রথমটিতে ২০১১ বিশ্বকাপ ফাইনালে ধোনির ছক্কা হাঁকানো আঁকা রয়েছে। পাশাপাশি দ্বিতীয় ফ্রেমে ধোনির ব্যাট ছুঁয়ে বল গ্যালারিতে হেলিকপ্টার রূপে আঁছড়ে পড়ছে দেখানো হয়েছে। ধোনির জন্মদিনকে ঘিরে এই ছবিই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

English summary
Chennai Super kings wishes Dhoni a Happy Birthday by fans art
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X