For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আমার মেয়ে এখন দারুণ খুশি, কেন এমন বললেন চেতেশ্বর পূজারা

আমার মেয়ে এখন দারুণ খুশি, কেন এমন বললেন চেতেশ্বর পূজারা

  • |
Google Oneindia Bengali News

করোনা উদ্বেগের কারণে বিশ্বজুড়ে বন্ধ ক্রিকেট। ভাইরাসের সংক্রমণ রুখতে বিশ্বজুড়ে স্থগিত যোগাযোগ, দেশে বিমান থেকে রেল, সমস্ত পরিষেবা বন্ধ। চলছে ২১ দিনের লকডাউন। ১৪ এপ্রিল মধ্যরাত পর্যন্ত এই লকডাউন চলবে। ফলে ক্রিকেট নিয়ে ব্যস্ততা নেই চেতেশ্বর পূজারার। সকালে উঠে রুটিন মাফিক ক্রিকেট সাধনায় ব্যস্ত না হতে হওয়ার কারণে মেয়েকে আগের চেয়ে অনেক বেশি সময় দিতে পারছেন পূজি। সেকারণে মেয়ে এখন সবচেয়ে খুশি বলে উল্লেখ করছেন ভারতীয় টেস্ট দলের ব্যাটিং স্তম্ভ চেতেশ্বর পূজারা।

লকডাউনকে সমর্থন পূজারার

লকডাউনকে সমর্থন পূজারার

সর্বভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া প্রতিক্রিয়ায় পূজারা বলেছেন, 'বিশ্বজুড়ে সামাজিক সংক্রমণের মাধ্যমে ভাইরাস যেভাবে ছড়িয়ে পড়ছে তাতে ভারতে লকডাউন অবশ্যই প্রয়োজন ছিল। প্রশাসন ২১ দিনের লকডাউনের যে সিদ্ধান্ত নিয়েছে,তার সমর্থন করি। দেশে ভাইরাস সংক্রমণ রুখতে একেবারে সঠিক সময় লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করি।'

গৃহবন্দি অবস্থাকে কীভাবে দেখছেন পূজারা

গৃহবন্দি অবস্থাকে কীভাবে দেখছেন পূজারা

পূজারা বলেছেন, 'গৃহবন্দি থাকার পরিস্থিতিতে পসিটিভভাবে নিতে হবে। ব্যক্তিগতভাবে মনে করি, এই সময়টায় পরিবারকে বেশি করে সময় দেওয়া উচিত। '

রান্না পারেন না, তাই ঘর পরিষ্কারে সাহায্য করছেন পূজারা

রান্না পারেন না, তাই ঘর পরিষ্কারে সাহায্য করছেন পূজারা

পূজারা জানিয়েছেন, 'ঘরবন্দি অবস্থায় এখন পরিবারের কাজে হাত লাগান। রান্না করতে পারি না, সেকারণে আমি স্ত্রীকে ঘর পরিষ্কারের কাজে সাহায্য করছি। নিজেকে ব্যস্ত রাখলে লকডাউনে গৃহবন্দি নিয়ে অযথা ডিপ্রেস হবেন না।'

মেয়ে এখন দারুণ খুশি

পূজারা জানিয়েছেন,ক্রিকেটের সূচির কারণে সারা বছর আমি ব্যস্ত থাকি। মেয়েকে সময় দেওয়া হয় না। ওর মা ওকে সময় দেয়। এখন বাবা-মা দুজনেই ঘরে রয়েছে, দুজনকে একসঙ্গে পেয়ে আমার মেয়ে এখন খুব খুশি।

English summary
Cheteshwar Pujara reveals his daughter is happiest now during Corona lockdown
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X