For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নির্বাচকরা চাইলেও তিনি ভারতে খেলবেন না, জানালেন ক্রিস গেইল

নির্বাচকরা চাইলেও তিনি ভারতে খেলবেন না বলে জানালেন ক্রিস গেইল

  • |
Google Oneindia Bengali News

দেশের নির্বাচকদের ডাকে সাড়া দিলেন না ওয়েস্ট ইন্ডিজের লেজেন্ডারি ব্যাটসম্যান ক্রিস গেইল। জানিয়ে দিলেন, ওয়ান ডে খেলতে তিনি ভারতে আসবেন না। এমনকী অস্ট্রেলিয়ার আসন্ন বিগ বাশ লিগেও তিনি খেলবেন না বলে জানিয়েছেন গেইল।

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ

আগামী ডিসেম্বরে ভারতের বিরুদ্ধে তিনটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ান ডে খেলবে ওয়েস্ট ইন্ডিজ। ৬ ডিসেম্বর হায়দরাবাদে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে প্রথম টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে। ৮ ও ১১ ডিসেম্বর যথাক্রমে থিরুবনন্তপুরম ও মুম্বইতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বিরাট কোহলি ব্রিগেড। ১৫, ১৮ ও ২২ ডিসেম্বর যথাক্রমে বেঙ্গালুরু, বিশাখাপত্তনম ও কটকে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে পরপর তিনটি ওয়ান ডে ম্যাচ হবে।

নির্বাচকরা চাইলেও তিনি চান না

নির্বাচকরা চাইলেও তিনি চান না

ভারতের বিরুদ্ধে তাদের মাটিতে ওয়ান ডে খেলার জন্য ক্রিস গেইলকে অনুরোধ করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের জাতীয় দলের নির্বাচকরা। কিন্তু তিনি তা ফিরিয়ে দিয়েছেন বলেই দাবি করেছেন ক্যারিবিয়ান লেজেন্ড। বলেছেন, এই মুহূর্তে ক্রিকেট থেকে দূরে থাকতে চান তিনি।

বিগ বাশেও খেলবেন না

বিগ বাশেও খেলবেন না

অস্ট্রেলিয়ার আগত বিগ বাশ টি-টোয়েন্টি লিগেও তিনি খেলার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন বলে দাবি ক্রিস গেইলের। তাঁর কথায়, তাঁর নাম কোনও ভাবে বাংলাদেশ প্রিমিয়ার লিগে ড্রাফট হয়েছে। কীভাবে হল, তা তিনি জানেন না। কারণ তিনি সেখানেও খেলতে ইচ্ছুক নন বলে জানিয়েছেন গেইল।

ভক্তরা চান

ভক্তরা চান

ক্রিস গেইলের কথায়, তিনি জানেন যে তাঁর ভক্তরা তাঁকে ব্যাট হাতে বাইশ গজে দেখতে চান। তা সত্ত্বেও এই বছর (২০২০) তিনি ক্রিকেট থেকে বিশ্রাম নিতে চাইছেন বলেই জানিয়েছেন গেইল।

English summary
Chris Gayle is not coming to play ODI in India
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X