For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টি২০ ক্রিকেটে শেষ কথা তিনিই, বুঝিয়ে দিলেন গেল

মোহালিত চলতি আইপিএল-এ এটিই কিংস ইলেভেন পাঞ্জাবের শেষ ম্যাচ। আর সেই ম্যাচই স্মরণীয় করে রাখলেন ক্যারিবিয়ান তারকা ক্রিস গেল।

  • By Koushik Chakraborty
  • |
Google Oneindia Bengali News

মোহালিত চলতি আইপিএল-এ এটিই কিংস ইলেভেন পাঞ্জাবের শেষ ম্যাচ। আর সেই ম্যাচই স্মরণীয় করে রাখলেন ক্যারিবিয়ান তারকা ক্রিস গেল। ৬৩ বলে খেলা গেলের ১০৪ রানের অপরাজেয় ইনিংসই এদিন হয়তো ম্যাচের ভাগ্য লিখে দিল প্রীতি জিন্টার দলের জন্য। ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৯৩ রানে শেষ করল পঞ্জাব।

টি২০ ক্রিকেটে শেষ কথা তিনিই, বুঝিয়ে দিলেন গেল

এ দিন টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন কিংস ইলেভেন পঞ্জাবের অধিনায়ক রবিচন্দ্রন অশ্বিন। আইপিএলের নিলামে তিন বারের চেষ্টায় বিক্রি হওয়া গেল এর পরই শোনালেন ক্যারিবিয়ান ক্যালিপ্স। গেলের খেলা ১০৪ রানের ইনিংসটি সাজানো ছিল ১টি চার এবং ১১টি ছয় দিয়ে। গেলের সামনে এখনও পর্যন্ত আইপিএলে নজরকাড়া রশিদ খানকেও ফিকে দেখায়। শুধু গেলই নন, সানরাইজার্স হায়দ্রাবাদের বোলারদের কার্যত ক্লাব স্তরে নামিয়ে আনেন করুণ নায়ার, ময়াঙ্ক আগারওয়ালরা। ২১ বলে ৩১ রানের ইনিংস খেলেন করুণ। তাঁর ইনিংসটি সাজানো ছিল ৩টি চার এবং ১টি ছয় দিয়ে। ৯ বলে ১৮ রানের ইনিংস খেলে পঞ্জাবকে বড় রানের লক্ষ্যে পৌছতে সাহায্য করেন মায়াঙ্ক আগারওয়াল। গত ম্যাচে শূন্য রানে ফেরা অ্যারন ফিঞ্চও রান পান এদিন। ৬ বলে ১৪ রান করেন তিনি।

অন্যদিকে শুরুতে ভাল খেললেও বড় রান করতে পারেননি গেলের সঙ্গে ওপেন করতে নামা কেএল রাহুল।
সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে কিছুটা ভাল বল করেন ভুবনেশ্বর কুমার এবং ক্রিস জর্ডান। ৪ ওভারে ৩১ রান খরচ করে ক্রিস জর্ডান কোনও উইকেট না পেলেও ২৫ রান খরচ করে ১টি উইকেট নেন ভুবি। উইকেট পান রশিদ খান এবং সিদ্ধার্থ কলও। তবে এই দু'জনের এই দিনের পারফরম্যান্স চিন্তায় রাখবে সানরাইজার্স টিম ম্যানেজমেন্ট। ৪ ওভারে রশিদ খরচ করেন ৫৫ রান এবং সম সংখ্যক ওভারে ৩৩ রান দেন কল।

English summary
Chris gayle unbeaten knock helps punjab to set fighting target for Hyderabad
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X