For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ধোনির গ্লাভস ইস্যুতে আইসিসিকে চিঠি ধরাল বোর্ড


 গোটা দিন জুড়ে বিতর্ক। সোশ্যাল মিডিয়ায় টুইট, কমেন্টের ঝড়।

  • |
Google Oneindia Bengali News

গোটা দিন জুড়ে বিতর্ক। সোশ্যাল মিডিয়ায় টুইট, কমেন্টের ঝড়। কেরিয়ারের শেষ বিশ্বকাপ খেলতে এসে অভিযান ম্য়াচে বীর জওয়ানদের শ্রদ্ধা জানাতে গিয়ে আইসিসি'র প্রশ্নের মুখে পড়তে হবে ধোনি নিজেও বোধহয় এমনটা আন্দাজ করেননি।

ধোনির গ্লাভস ইস্যুতে আইসিসিকে চিঠি ধরাল বোর্ড

প্রোটিয়াদের বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান ম্যাচে ভারতীয় সেনার বলিদান চিহ্ন আঁকা গ্লাভস পরে খেলতে নেমেছিলেন ধোনি। দেশের সেনাকে সম্মান জানাতেই অভিনব এই গ্লাভস বেছে নিয়েছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক। প্রোটিয়া ক্রিকেটার ফেহলুকওয়াওকে স্টাম্প করার মুহূর্তে ধোনির গ্লাভসের সেই বলিদান চিহ্ন নজরে আসে। এরপরই বিতর্কের কেন্দ্রে মাহি।

ধোনির বলিদান গ্লাভস এপিসোডে পরতে পরতে নাটক-

বিশ্বকাপ খেলার মাঝে, দেশের সেনার সাম্মানিক প্রতীকের ছবি ব্য়াবহার করাকে ভালো চোখে দেখেনি আইসিসি। বৃহস্পতিবারই ভারতীয় বোর্ডকে বার্তা দিয়ে বিশ্বকাপে ধোনিকে ঐ গ্লাভস ব্য়াবহারে নিষেধাজ্ঞা জানায় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। ধোনির পাশে দাঁড়িয়ে সেই বার্তার পাল্টা দিয়ে এবার আইসিসিকে চিঠি ধরাল বিসিসিআই।

শুক্রবার বোর্ডের কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর্সের সদস্যরা পুরো বিষয়টি নিয়ে বৈঠক করে। বৈঠকের সিদ্ধান্ত অনুয়ায়ী তারা ধোনির গ্লাভস থেকে বলিদান লোগো সরাতে অনিচ্ছুক, সেকথা চিঠি দিয়ে আইসিসিকে জানিয়েছে বিসিসিআই। বোর্ডের সিওএ প্রধান বিনোদ রাই বলেন, ' আইসিসি নারাজ থাকলে বিশ্বকাপে ধোনিকে ঐ বিশেষ গ্লাভস ব্যবহারের করতে দেওয়ার জন্য সর্বোচ্চ ক্রিকেট নিয়ামক সংস্থার থেকে প্রয়োজনে অনুমতি চেয়ে নেবে ভারত।'

অন্যদিকে আইসিসি'র পক্ষ থেকে জানানো হয়েছে, সেনার প্রতীক চিহ্ন দেওয়া গ্লাভস রাজনৈতিক উদ্দেশপ্রণোদিত না হলে বিয়ষটি ভেবে দেখার সিদ্ধান্ত নেবে তারা। সেক্ষেত্রে ভারতীয় ক্রিকেট বোর্ড, আইসিসিকে গ্লাভসের বলিদান চিহ্নের গুরুত্ব বুঝিয়ে উঠতে পারলে তা ব্যবহারের নির্দেশ দেবে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।

English summary
CoA chief Vinod Rai backs Dhoni, over ICC order to remove Insignia symbol from his gloves
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X