For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ধোনির প্রসঙ্গে মন্তব্যে 'থ্যাঙ্ক ইউ ভেরি মাচ', কেন বললেন শাস্ত্রী

ধোনির প্রসঙ্গে মন্তব্যে 'থ্যাঙ্ক ইউ ভেরি মাচ', কেন বললেন শাস্ত্রী

  • |
Google Oneindia Bengali News

ভারতীয় ক্রিকেট থেকে অনেক দূরে থেকেও সর্বদাই যেন আলোচনায় মহেন্দ্র সিং ধোনি। দল এখন নিউজিল্যান্ড সফরে। সেখানে দুর্দান্ত পারফর্ম্যান্সে চোখ কাড়ছে। তবুও কোহলির দল নিয়ে আলোচনার ফাঁক ফোকরেই ঢুকে পড়ছে সেই কোটি টাকার প্রশ্ন! অস্ট্রেলিয়ার মাটিতে আসন্ন টি-২০ বিশ্বকাপে দেশের হয়ে খেলবেন কি ধোনি?

ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রী যা বলছিলেন

ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রী যা বলছিলেন

গত বছর ধোনির অবসর জল্পনা প্রসঙ্গে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে রবি শাস্ত্রী বলেছিলেন, 'ধোনির আইপিএল পারফর্ম্যান্সের উপরই ওর বিশ্বকাপ ভাগ্য নির্ভর করছে।' অন্যদিকে ধোনিকে তাঁর ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করার জানুয়ারির পর উত্তর দেবেন বলে মন্তব্য করে আরও ধোঁয়াশা তৈরি করে দেন।

বোর্ডের চুক্তি থেকে বাদ ধোনি

বোর্ডের চুক্তি থেকে বাদ ধোনি

এরপর নতুন বছরে ছবিটা অনেকটাই পাল্টে যায়। ভারতীয় ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন ধোনি। যারপর তাঁর অবসর জল্পনার আগুনে ঘি পড়েছে। বিশেষজ্ঞ মহল মনে করছে, মাহিকে চুক্তি বাইরে রেখে ঘুরিয়ে ধোনি বিদায়ের ঘণ্টা বাজিয়ে দেওয়া হয়েছে।

 নতুন করে শাস্ত্রী যা বললেন

নতুন করে শাস্ত্রী যা বললেন

বোর্ডের চুক্তি থেকে ধোনির বাদ যাওয়ার পর শাস্ত্রীকে মাহির অবসর নিয়ে ফের প্রশ্ন করা হলে, তিনি বলেন, 'আইপিএল পর্যন্ত আমাদের অপেক্ষা করা উচিত। আইপিএলে ধোনির পারফর্ম্যান্স দেখেই সব প্রশ্নের উত্তর মিলবে। ধোনিকে অনেক দিন ধরে চিনি। ও আইপিএলে নিজেকে উজার করে দেওয়ার চেষ্টা করবে। লোকটা নিজেকে বিশ্বাস করে, নিজের মনের কথা শোনে, তাই তো টেস্ট ক্যাপ্টেন্সি ছেড়ে অবসর নিয়ে নিয়েছিল। সীমিত ওভারেও ঠিক সময়ে অধিনায়কত্ব ছেড়েছে। ক্রিকেট ছাড়ার ক্ষেত্রেও ধোনি সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেবে। আইপিএল না পারলে ধোনি নিজেই 'থ্যাঙ্কু ইউ ভেরি মাচ' বলে বিদায় নিয়ে নেবে।'

সব জল্পনার মাঝে ২২ গজে ফিরেছেন ধোনি

সব জল্পনার মাঝে ২২ গজে ফিরেছেন ধোনি

প্রসঙ্গত বোর্ডের চুক্তি থেকে বাদ পড়ার দিনেই ঝাড়খণ্ড দলের সঙ্গে আইপিএলের প্রস্তুতিতে নেমে পড়েন ধোনি। বাইশ গজে এখন তাঁকে নিয়মিত ঘাম ঝরাতে দেখা যায়।

English summary
Coach Ravi Shastri says If Dhoni doesn’t feel good in IPL, he will say ‘Thank you very much'
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X