For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাকিস্তানে এসে ক্রিকেট খেলতে হবে, বললেন পিসিবি চেয়ারম্যান

পাকিস্তানে এসে ক্রিকেট খেলতে হবে, বললেন পিসিবি চেয়ারম্যান

  • |
Google Oneindia Bengali News

পাকিস্তান ক্রিকেট দলের হোম সিরিজ আর কোনও নিরপেক্ষ দেশে হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন সে দেশের ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান এহসান মানি। বলেছেন, পাকিস্তানের সঙ্গে ক্রিকেট খেলতে হলে সেখানে যেতে হবে। বাবর আজমদের দেশ পুরোপুরি নিরাপদ বলেও দাবি করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান।

পাকিস্তানে এসে ক্রিকেট খেলতে হবে, বললেন পিসিবি চেয়ারম্যান

দশ বছর পর পাকিস্তানে ফের বসছে টেস্ট ক্রিকেটের আসর। বুধবার পিণ্ডি ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কা ও পাকিস্তানের মধ্যে প্রথম টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে। করাচিতে দুই দেশের মধ্যে দ্বিতীয় টেস্ট ম্যাচ শুরু হবে ১৯ ডিসেম্বর। বিশ্ব চ্যাম্পিয়নশিপের অন্তর্গত এই টেস্ট সিরিজ ঘিরে পাকিস্তানে উন্মাদনা তুঙ্গে। একই সঙ্গে দেশের মাটিতে ফের লাল বলের ক্রিকেটের আসর বসা নিয়েও খুশি পাকিস্তানের ক্রিকেট প্রেমীরা।

উল্লেখ্য ২০০৯ সালে পাকিস্তানে সফররত শ্রীলঙ্কা ক্রিকেট দলের বাসের কাছে প্রাণঘাতী জঙ্গি হামলা হয়। এরপর থেকেই ওয়াসিম আক্রম, শোয়েব আখতারের দেশে বন্ধ রাখা হয় ক্রিকেট। এই দশ বছর পাকিস্তান ক্রিকেট দলের সব হোম সিরিজ হয় অনুষ্ঠিত হত সারজাহ না হয় আবু ধাবিতে। কিন্তু সেই রীতি প্রথম ভাঙে শ্রীলঙ্কা ক্রিকেট দলই। পাকিস্তানে গিয়ে ওয়ান ও টি-টোয়েন্টি সিরিজ খেলে অর্জুনা রনতুঙ্গার দেশ। এবার পাকিস্তানের বিরুদ্ধে তাদেরই মাটিতে টেস্ট সিরিজ খেলার জন্য কোমর বেঁধেছে দ্বীপরাষ্ট্রের দল।

তাঁদের দেশে ক্রিকেট খেলতে রাজি হওয়ায় শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানিয়েছেন পাকিস্তান ক্রিকট বোর্ডের চেয়ারম্যান এহসান মানি। শ্রীলঙ্কার মতো বাকি দলগুলিকেও পাকিস্তানে ক্রিকেট খেলতে যাওয়ার জন্য আবেদন জানিয়েছেন মানি। তাঁর দাবি, পাকিস্তানে ক্রিকেট খেলার জন্য নিরাপদ ও উপযুক্ত পরিবেশ রয়েছে। তাই পাকিস্তান ক্রিকেট দলের হোম সিরিজ আর কোনও নিরপেক্ষ দেশে হবে না বলেও জানিয়েছেন পিসিবি চেয়ারম্যান। বলেছেন, পাকিস্তানের বিরুদ্ধে তাদের দেশে গিয়েই খেলতে হবে।

শ্রীলঙ্কা যে পথ দেখিয়েছে সেই পথে হেঁটে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া যথাক্রমে ২০২১ ও ২০২২ সালে পাকিস্তানে খেলতে যাবে বলে আশাবাদী এহসান মানি। তাঁর কথায়, উপমহাদেশে টেস্ট ক্রিকেটের জনপ্রিয়তা কমছে। পাকিস্তানে এই ফর্ম্যাটের জনপ্রিয়তা বাড়াতে সে দেশে আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করা প্রয়োজন বলে মনে করেন পিসিবি চেয়ারম্যান।

English summary
Come Pakistan to play cricket, says Ehsan Mani
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X