For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এবার আইপিএলেও কনকাশন সাবস্টিটিউট, অল-স্টার ম্যাচ দিয়ে শুরু টুর্নামেন্ট

এবার আইপিএলেও কনকাশন সাবস্টিটিউট, অল-স্টার ম্যাচ দিয়ে শুরু টুর্নামেন্ট

  • |
Google Oneindia Bengali News

বিসিসিআই-র নতুন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের পৌরহিত্যে এবার আইপিএলেও চালু হতে চলেছে কনকাশান সাবস্টিটিউট। একই সঙ্গে টুর্নামেন্ট শুরুর আগে মুম্বই-তে আইপিএল খেলা ক্রিকেটারদের দুই দলে ভাগ করে অল-স্টারদের ম্যাচ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।

কবে শুরু

কবে শুরু

২৯ মার্চ শুরু হবে ২০২০-র আইপিএল। ওই দিনই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তথা রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স। একই দিনে ইডেন গার্ডেন্সে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স।

কবে ফাইনাল

কবে ফাইনাল

২৪ মে মুম্বই-র ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০২০ আইপিএলের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। ১২ মে মুম্বই ইন্ডিয়ান্স ও কিংস ইলেভেন পাঞ্জাবের মধ্যে রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে। ১৪ মে থেকে শুরু হবে আইপিএলের নক আউট পর্ব। এবারও প্রতিযোগিতায় অংশ নিচ্ছে আটটি দল। দুটি কোয়ালিফায়ার, একটি এলিমিনেটর ও ফাইনাল নিয়ে দেশের বিভিন্ন মাঠে মোট ৬২টি ম্যাচ অনুষ্ঠিত হবে। পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী এবার আইপিএলে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান রাখছে না বিসিসিআই।

কনকাশন সাবস্টিটিউট

কনকাশন সাবস্টিটিউট

আন্তর্জাতিক ক্রিকেটে ইতিমধ্যেই চালু হওয়া কনকাশন সাবস্টিউটের রীতি এবার আইপিএলেও চালু হতে চলেছে। ব্যাট করতে গিয়ে বা বল অথবা ফিল্ডিং করার সময় কোনও ক্রিকেটার গুরুতর আহত হলে, তাঁর পরিবর্তে দলের অন্য কোনও ক্রিকেটার ব্যাট, বল বা ফিল্ডিং করতে পারবেন। ক্রিকেটারদের নিরাপত্তার কথা এভাবেই তাদের এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।

অল স্টার ম্যাচ

অল স্টার ম্যাচ

বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, আইপিএল শুরুর আগে টুর্নামেন্টে অংশ নেওয়া ক্রিকেটারদের নিয়ে দুটি দল তৈরি করা হবে। প্রতিযোগিতা শুরুর তিন দিন আগে সম্ভবত মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামেই দুই দলের মধ্যে প্রদর্শনী ম্যাচ হবে। স্বদেশী ও বিদেশী ক্রিকেটারদের নিয়ে দল দুটি তৈরি করা হবে বলে জানিয়েছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। এই ম্যাচ আইপিএলের প্রচার ও প্রসারে গুরুত্বপূ্র্ণ ভূমিকা নেবে বলে মনে করেন মহারাজ।

আহমেদাবাদে সম্ভব নয়

আহমেদাবাদে সম্ভব নয়

আইপিএল তো বটেই অল-স্টার ম্যাচও আহমেদাবাদের মোতেরা স্টেডিয়ামে আয়োজন করা সম্ভব নয় বলে জানিয়েছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর কথায়, মাঠটি নবরূপে সেজে উঠতে আরও কিছুটা সময় লেগে যাবে।

English summary
Concussion substitute may introduce in IPL also
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X