For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রভাব খাটিয়ে রাজ্য টি২০ দলে ঢুকে পড়লেন নেতার ছেলে, বাদ সর্বোচ্চ রান সংগ্রাহক

বড় বাবার সন্তান। আর সেই প্রভাবেই কোনও ম্যাচ না খেলেই দিল্লির টি২০ দলে ঢুকে পড়লেন বিহারের নেতার পুত্র সার্থক।

  • |
Google Oneindia Bengali News

প্রতিভা থাকুক না থাকুক, ভারতে প্রভাব থাকলে অনেক দূর যাওয়া যায়। অন্তত তা যদি হয় সমষ্টিগত খেলায় দলে ঢোকার ক্ষেত্রে, তাহলে এমন উদাহরণ ভুরুভুরি রয়েছে। এমনই আর এক উদাহরণ তৈরি করলেন সার্থক রঞ্জন।

প্রভাব খাটিয়ে রাজ্য টি২০ দলে ঢুকে পড়লেন নেতার ছেলে

নাম বললে চেনার কথা নয়। নামী কেউ নন। মনে রাখার মতো কিছু করেনওনি। তবে বড় বাবার সন্তান। আর সেই প্রভাবেই কোনও ম্যাচ না খেলেই দিল্লির টি২০ দলে ঢুকে পড়লেন বিহারের নেতার পুত্র সার্থক। যা প্রকাশ্যে আসায় হইচই পড়ে গিয়েছে।

বিহারের নেতা পাপ্পু যাদবের পুত্র সার্থকের দিল্লি দলে নির্বাচন নিয়ে স্থানীয় ক্রিকেট মহল সরগরম। সেভাবে মনে রাখার মতো কিছুই করেননি তিনি। তা সত্ত্বেও কীভাবে তিনি টি২০ দলে অনেক প্রতিভাধরদের টপকে সুযোগ পেলেন তা নিয়ে সকলে প্রশ্ন করেছেন।

জানা গিয়েছে, গতবছরে সৈয়দ মুস্তাক আলি টুর্নামেন্টে দিল্লির দলে সুযোগ পান সার্থক। তিন ম্যাচে মাত্র ১০ রান করেছিলেন। এবার সরাসরি টি২০ দলে তাঁকে নিয়ে নেওয়া হয়েছে। এবং এর ফলে দলের বাইরে যেতে হয়েছে সিকে নাইড়ু ট্রফিতে দিল্লির হয়ে দারুণ পারফরম্যান্স করা হিতেন দালালকে। সেজন্যই সার্থকের নির্বাচন ঘিরে প্রশ্ন উঠছে।

সার্থকের মা কংগ্রেস সাংসদ রঞ্জিত রঞ্জন। তিনিই প্রভাব খাটিয়ে ছেলেকে দিল্লি দলে ঢুকিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

English summary
Congress leader son Sarthak Ranjan got entry into Delhi state team without performance
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X