For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বৃষ্টি -বন্যায় বিপর্যস্ত বাংলাদেশ, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ ঘিরে অনিশ্চয়তা

বাংলাদেশের বন্যা পরিস্থিতিতে অনিশ্চত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ক্রিকেট সিরিজ

  • By Debalina Dutta
  • |
Google Oneindia Bengali News

দু'দিন ধরে লাগাতার বৃষ্টির জেরে ভেস্তে গেল অস্ট্রেলিয়া বনাম বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ। অনেক কাঠখড় পুইয়ে যে সিরিজ হওয়ার কথা ছিল তার ভবিষ্যত এখন আকাশের মর্জির ওপর নির্ভর করছে।

চ্যাম্পিয়নস ট্রফির পর বিশ্রামেই ছিলেন সাকিব-মমিনুলরা। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের জন্য ফের প্রস্তুতি তুঙ্গে উঠেছে। প্রাথমিকভাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজটি হওয়ার কথা ছিল ২০১৫ সালে। গত দুই বছর ধরে অজিরা নিরাপত্তার অজুহাতে সিরিজটি পিছিয়ে দিয়েছে। এবার শেষবেলায় আবার বাধা হয়ে দাঁড়িয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়া বনাম ক্রিকেটার দ্বন্দ্ব। আর্থিক বরাদ্দ নিয়ে নিজেদের অবস্থানে অনড় হয়েছিলেন অজি ক্রিকেটাররা। বাংলাদেশ সফর আদৌ হবে কিনা নিয়েও ছিল বড় প্রশ্ন। অবশেষে সব বাধা-বিপত্তি পেরিয়ে আগামী ২৭ আগস্ট থেকে শুরু হওয়ার কথা এই সিরিজ।

বৃষ্টি -বন্যায় বিপর্যস্ত বাংলাদেশ, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ ঘিরে অনিশ্চয়তা

স্টিভেন স্মিথের নেতৃত্বে অস্ট্রেলিয়া দলও বাংলাদেশে পা দিয়েছে। কিন্তু এবার অশনি সংকেত দেখাচ্ছে বৃষ্টি। গত একমাস ধরে বৃষ্টি বিপর্যস্ত বাংলাদেশ। বন্যা পরিস্থিতিও খুব খারাপ। এক বলও না খেলে দু'দিনের প্রস্তুতি ম্যাচ ভেস্তে গেছে।

আবহাওয়া দফতর থেকে অবশ্য আশার কথা শুনিয়ে বলা হয়েছে ২৭ তারিখের আগে আবহাওয়ার উন্নতি হবে। পাশাপাশি মিরপুর স্টে়ডিয়ামে সম্প্রতি সংস্কার হয়েছে। ফলে বৃষ্টি থেমে গেলে ম্যাচ আয়োজনে অসুবিধা হবে না জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশান।

English summary
Continuous rain hampers practice match in bangladesh
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X