For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা কাঁটা উপড়ে ফেলে ক্রিকেটের পুনজন্ম দেখতে চলেছে বিশ্ব, জেনে নিন কী কী নতুন নিয়ম থাকছে

করোনা কাঁটা উপড়ে ফেলে ক্রিকেটের পুনজন্ম দেখতে চলেছে বিশ্ব, জেনে নিন কী কী নতুন নিয়ম থাকছে

  • |
Google Oneindia Bengali News

অপেক্ষার অবসান, করোনা কাঁটা উপড়ে ফেলে আজ শুরু ক্রিকেট। ভাইরাস উদ্বেগে ১৩ মার্চ শেষবার বাইশ গজে বল গড়িয়েছে। অস্ট্রেলিয়ার মাটিতে সিডনিতে অজি-কিউয়ি ম্যাচ হয়েছিল। এরপর ১৫ মার্চ থেকে ক্রিকেট বন্ধ। মার্চের মাঝামাঝি থেকে সেই বন্ধের পর আজ ৮ জুলাই ফের ক্রিকেটের দরজা খুলছে।

বাইশ গজে কোন দুই দল মুখোমুখি

বাইশ গজে কোন দুই দল মুখোমুখি

সাউদাম্পটনে আজ ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে মাঠে নামছে ওয়েস্ট ইন্ডিজ। দুই দেশই ক্রিকেটারদের মধ্য করোনা পরিস্থিতিতে নতুন নিয়মে ক্রিকেট খেলা নিয়ে উন্মাদনা তুঙ্গে।

ভারতীয় সময় কখন ম্যাচ দেখবেন

ভারতীয় সময় কখন ম্যাচ দেখবেন

৮ থেকে ১২ জুলাই দুপুর ৩.৩০ মিনিট থেকে ভারতীয় সময় ম্যাচ দেখা যাবে। টিভির পর্দায় সোনি পিকচার্স নেটওয়ার্কের বিভিন্ন চ্যানেলে করোনা পরবর্তী ক্রিকেট ম্যাচটি দেখা যাবে।

দর্শকশূন্য গ্যালারিতে ক্রিকেট

দর্শকশূন্য গ্যালারিতে ক্রিকেট

করোনা পরিস্থিতিতে দর্শকশূন্য গ্যালারিতে খেলা হবে। ফুটবলের পর ক্রিকেটেও এবার দর্শকশূন্য গ্যালারি থাকতে চলেছে। ইউরোপের ফুটবল ম্যাচে ফাঁকা গ্যালারিতে নকল দর্শকের কাটআউট রাখা হচ্ছে। ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে গ্যালারি থেকে দর্শকদের রেকর্ড করা ভয়েস চালানো হবে।

লালার ব্যবহার নিষিদ্ধ

লালার ব্যবহার নিষিদ্ধ

করোনা ধাক্কা সামলে আজ থেকে শুরু হওয়া ক্রিকেটে একাধিক নতুন নিয়ম মেনে বাইশ গজে বল গড়াতে চলেছে। বলের পালিশে কোনওভাবেই লালার ব্যবহার করা যাবে না। সেই সঙ্গে ঘামের ব্যবহারও এড়িয়ে চলা হবে। কোনও দল দু'বার বলে লালা বা ঘাম ব্যবহারের ভুল করলে প্রতিপক্ষকে পাঁচ রান দেওয়া হবে।

একনজরে কী কী নতুন নিয়ম থাকছে

একনজরে কী কী নতুন নিয়ম থাকছে

এর পাশাপাশি স্যানিটাইজ করা বলে খেলা হবে, ক্রিকেটাররাও হাত স্যানিটাইজ করে ক্রিকেট মাঠে ঢুকবেন। ক্রিকেটাররা নিজেদের সরঞ্জাম নিজেদের অধীনে রাখবেন, মাঠে আম্পায়াররা ক্রিকেটারদের সরঞ্জামের দায়িত্বে নেবেন না। ক্রিকেটাররা কিছু খুলে রাখতে চাইলে মাঠের বাইরে গিয়ে খুলে রাখতে হবে। বল কুড়িয়ে আনার জন্যে থাকছে না বলবয়। ওভার শেষে বল আম্পায়ারের কাছে এলে স্যানটাইজ করা হবে। গায়ে গা ছুঁয়ে সেলিব্রেশন থাকছে না পরিবর্তে কনুই ঠেকিয়ে ক্রিকেটাররা সেলিব্রেশন করতে পারেন।

English summary
Corona in Cricket, England vs West Indies match preview: International cricket returns
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X