For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মানবিক গম্ভীর,করোনা মোকাবিলায় মোদীর ত্রাণে দিলেন সবচেয়ে বড় দান

মানবিক গম্ভীর,করোনা মোকাবিলায় মোদীর ত্রাণে দিলেন সবচেয়ে বড় দান

  • |
Google Oneindia Bengali News

করোনায় ভুগছে দেশ। জাতীয় সংকটে ভারত। এই পরিস্থিতিতে ভাইরাস মোকাবিলায় সাধ্যমতো সবাই আর্থিক সাহায্যে হাত বাড়িয়ে দিচ্ছেন। এবার প্রধানমন্ত্রীর আপতকালীন ত্রাণ তহবিলে সবচেয়ে বড় দান দিলেন গৌতম গম্ভীর।

গম্ভীর আগে কত দিয়েছেন

গম্ভীর আগে কত দিয়েছেন

ইতিমধ্যেই গম্ভীর করোনার বিরুদ্ধে লড়াইয়ে নিজের সাংসদ তহবিল থেকে উন্নয়ন খাতে খরচের ১ কোটি টাকা বরাদ্দ করে তা মোদীর আপতকালীন ত্রাণে দান করেছেন। সেই সঙ্গে সাংসদ হিসেবে নিজের এক মাসের মাইনেও গম্ভীর দান করেন।

এবার গম্ভীর কত টাকা দান করলেন

এবার গম্ভীর কত টাকা দান করলেন

নতুন করে ফের প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করতে চলেছেন গম্ভীর। টুইটে গম্ভীর লিখেছেন, ২ বছরের বেতন করোনা মোকাবিলার জন্য দান করবেন তিনি।

গম্ভীরের অনুরোধ

গম্ভীরের অনুরোধ

গম্ভীর এই টুইটের সঙ্গে জুড়েছেন,'ভারত কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। লোকে প্রশ্ন করে দেশ তোমায় কী দিল! সত্যিটা হল আপনি দেশকে কতটা দিলেন। আসুন সবাই মিলে করোনা আটকাতে আর্থিক সাহায্য করে দেশের প্রধানমন্ত্রীর পাশে দাঁড়াই। '

ক্রীড়াজগৎ কে কত দান করেছেন

ক্রীড়াজগৎ কে কত দান করেছেন

গম্ভীর ছাড়া বক্সার সংসদ মেরি কম সাংসদ তহবিল থেকে ১ কোটি টাকা দিয়েছেন। সেই সঙ্গে মেরিও সাংসদ হিসেবে তাঁর বেতনের এক মাসের অর্থ মোদীর ত্রাণ তহবিলে দান করেছেন। অন্যদিকে ক্রিকেটার সচিন তেন্ডুলকর রাজ্য ও কেন্দ্র মিলিয়ে ৫০ লক্ষ, ক্রিকেটার সুরেশ রায়না রাজ্য ও কেন্দ্র মিলিয়ে ৫২ লক্ষ দান করেছেন।

বিসিসিআইয়ের সহযোগিতা

বিসিসিআইয়ের সহযোগিতা

ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই মোদীর আপতকালীন ফান্ডে ৫১ কোটি টাকা দান করেছে। উল্লেখ্য দেশে করোনা আক্রান্তের সংখ্যা ২০০০ ছাড়িয়েছে। ভাইরাসে সংক্রমিত হয়ে ৫০ এর বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।

English summary
Corona Pandemic: Gautam Gambhir to contribute 2 years salary to PM CARES Fund to Fight against Covid 19
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X