For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হিন্দু-মুসলিম ধর্মের বিভেদ ভুলে ঐক্যভাবে করোনার বিরুদ্ধে লড়ুন, আর কী বললেন শোয়েব

হিন্দু-মুসলিম ধর্মের বিভেদ ভুলে ঐক্যভাবে করোনার বিরুদ্ধে লড়ুন, আর কী বললেন শোয়েব

  • |
Google Oneindia Bengali News

করোনা বিরুদ্ধে এখন লড়াই করার সময়, হিন্দু-মুসলিম ধর্মের বিভেদ ভুলে ঐক্যভাবে করোনার বিরুদ্ধে লড়াই করুন। সোশ্যাল মিডিয়ায় এই বার্তাই দিলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শোয়েব আখতার।

ইউটিউবে কী বললেন শোয়েব

ইউটিউবে কী বললেন শোয়েব

নিজের ইউটিউব চ্যানেলে শোয়েব বলেন, 'বিশ্ব এখন কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে বিশ্ববাসী এখন গৃহবন্দি পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। করোনার বিরুদ্ধে সবাই লড়াই চালাচ্ছে। এই সময়ে সবার সোশ্যাল ডিসটেন্সে থাকা উচিত, তবে মানবিকতা ভুলবেন না। মানবিক হয়ে এখন হিন্দু-মুসলিম ধর্মের বিভেদ ভুলে বিপদের সময় সাহায্যপ্রার্থীদের সাহায্য করুন। অর্থনৈতিক বা জাতপাতের ভেদাভেদ দেখবেন না। উল্লেখ্য গোটা বিশ্বের মতো পাকিস্তানেও করোনা হানা দিয়েছে। উপমহাদেশের আর পাঁচটা দেশের মতো করোনার বিরুদ্ধে লড়াই চালাচ্ছে পাকিস্তান।

করোনা এখন বিশ্বসংকট

করোনা এখন বিশ্বসংকট

ইউটিউবে শোয়েব বলেছেন, 'করোনা এখন বিশ্বসংকট। সেই কারণেই আমাদের করোনার বিরুদ্ধে সবরকম শক্তি দিয়ে লড়াই চালাতে হবে। লকডাউন ভাইরাস আটকানোর অন্যতম সেরা উপায়। বাড়ি থেকে না বেরোনোই এখন সবচেয়ে বেশি নিরাপদ।'

ধনীরা পরিস্থিতির বিরুদ্ধে মোকাবিলা করতে পারবে, বাকিরা?

ধনীরা পরিস্থিতির বিরুদ্ধে মোকাবিলা করতে পারবে, বাকিরা?

করোনার বিরুদ্ধে এই যুদ্ধের পরিবেশে শোয়েব বলেছেন, 'ধনীরা গৃহবন্দি থাকলে অসুবিধে হওয়ার কথা নয়, তাঁদের অর্থ সমর্থ রয়েছে। তবে গরীবরা দিনরাত কাজ করে অন্ন সংস্থান যোগায়। তাই গরীবরা কাজ না করলে খাবে কী! সেই কারণেই এই পরিস্থিতিতে অর্থনৈতিক বিভেদ ভুলে ধনীদের গরীবের পাশে এগিয়ে আসা উচিত। এখন সমাজের সবার একসঙ্গে লড়াই করার সময়।'

চিনাদের দোষ দিয়েছেন শোয়েব

চিনাদের দোষ দিয়েছেন শোয়েব

বিশ্বকে এমন বিপদে ফেলার জন্য চিনাদের দোষ দিয়েছেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস। সোশ্যাল মিডিয়ায় তিনি বলেছেন চিনা মানুষদের অদ্ভূত খাদ্যাভাসের জন্যেই বিশ্ব এখন সংকটে।চিনারা কেন বাঁদুড়, ইঁদুর, কুকুরের মাংস খায় বুঝে উঠতে পারিনা। এই খাদ্যাভাস অবিলম্বে নিয়ম করে পরিবর্তন করা উচিত।'

English summary
Corona Pandemic: Shoaib Akhtar says, its time to rise above hindu,muslim religion
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X