For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গ্যালারিতে দর্শকদের ওয়েলকাম ব্যাক, করোনাকালে ফাঁকা গ্যালারির শাপমুক্তি

করোনা পরবর্তী সময়ে ফাঁকা গ্যালারির শাপমুক্তি, ক্রিকেট দেখতে মাঠে ফিরল দর্শক

  • |
Google Oneindia Bengali News

করোনাকালে ১১৭ দিনের বিরতির পর ইংল্যান্ডের মাটিতে বাইশ গজে বল গড়িয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন টেস্টের সিরিজ দিয়ে মাঠে ফিরেছে ইংল্যান্ড।তবে ভাইরাসের উদ্বেগের কারণে তিন টেস্টই ফাঁকা মাঠে করতে হয়। কোভিড পরিস্থিতির মাঝে এভাবে ফাঁকা মাঠে ম্যাচ হওয়া নিয়ে ক্রিকেটদুনিয়ায় অনেক হতাশা তৈরি হয়েছে। সেই হতাশার এবার শাপমুক্তি, মাঠে বসে খেলা দেখলেন প্রায় হাজার দর্শক। যে ছবি ক্রিকেট ফ্যানেদের মনে কিছুটা হলেও স্বস্তি ফেরালো বলা চলে।

দর্শকদের মাঠে প্রবেশে অনুমতি দেওয়া হল

দর্শকদের মাঠে প্রবেশে অনুমতি দেওয়া হল

আন্তর্জাতিক ক্রিকেটে নয়, ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটের এক ম্যাচে দর্শকদের সামাজিক দূরত্ব মেনে ম্যাচ দেখার অনুমতি দেওয়া হয়েছিল। করোনা লড়াইয়ে সমস্ত স্বাস্থ্যবিধির প্রতিটি নিয়ম পালন করে দর্শকরা মাঠে এসে ম্যাচ দেখেন।

প্রতদিন ম্যাচ দেখলেন প্রায় হাজার দর্শক

প্রতদিন ম্যাচ দেখলেন প্রায় হাজার দর্শক

লন্ডনের ওভাল স্টেডিয়ামে সারে ও মিডলসেক্স দলের মধ্য়ে এক বন্ধুত্বপূর্ণ ম্যাচে গ্যালারিতে বসে ক্রিকেট সমর্থকরা ম্যাচ দেখেন। স্টেডিয়ামে দুটি স্যান্ডে প্রত্যেকদিন এক হাজার দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হয়।

দুই আসনের ব্যবধানে দর্শকরা গ্যালারি আলো করলেন

দুই আসনের ব্যবধানে দর্শকরা গ্যালারি আলো করলেন

করোনা সংক্রমণ রুখতে গ্যালারিজুড়ে আঁটোসাঁটো নিয়ম তৈরি করা হয়। দুটি আসনেরে ব্যবধান রেখে দর্শকদের বসানো হয়। দর্শকদের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখতে একটি রো ফাঁকা রেখে দর্শকদের বসানো হয়।

ইংল্যান্ডে পরবর্তী আন্তর্জাতিক ক্রিকেট কবে

ইংল্যান্ডে পরবর্তী আন্তর্জাতিক ক্রিকেট কবে

ইংল্যান্ড বনাম আয়ারল্যান্ড ম্যাচ দিয়ে করোনা পরবর্তী সময়ে এবার আন্তর্জাতিক ক্রিকেটের ওডান ডে লড়াই ফিরতে চলেছে। ৩০ জুলাই থেকে ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ইংল্যান্ড তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলবে।

English summary
Coronavirus in Cricket: Fans returns to gallery for first time in England in Surrey vs Middlesex match
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X