For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলা ক্রিকেটে এবার করোনা থাবা, লকডাউন শিথিলে প্রাণঘাতী কোভিড ১৯ নিয়ে আরও উদ্বেগ!

বাংলা ক্রিকেটে এবার করোনা থাবা, লকডাউন শিথিলে প্রাণঘাতী কোভিড নিয়ে আরও উদ্বেগ!

  • |
Google Oneindia Bengali News

বাংলার ক্রিকেটে এবার করোনাভাইরাসের থাবা। ভাইরাসের কবলে বাংলার রঞ্জী জয়ী দলের সদস্য সাগরময় সেনশর্মা। ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল সূত্রে এমনটাই জানা গিয়েছে। বর্তমানে বাংলার সিনিয়র নির্বাচক সাগরময় বৃহস্পতিবার সিএবি কর্তাদের ফোন করে তাঁর করোনা আক্রান্ত হওয়ার খবর জানান।

কীভাবে করোনা ছড়াল

কীভাবে করোনা ছড়াল

জানা গিয়েছে বরানগরের আলমবাজারে সাগরময়ের স্ত্রী করোনায় আক্রান্ত হয়েছিলেন। হাসপাতালে ভর্তির পর তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরে কোয়ারেন্টাইনে ছিলেন। দু'‌সপ্তাহ কোয়ারেন্টাইনে থাকার পর তিনি বাড়ি আসেন। এরপর পরিবারের সদস্যদের শারীরিক পরীক্ষা হয়েছিল। সেখানে বাকিদের রিপোর্ট নেগেটিভ এলেও সাগরময় সেনশর্মার রিপোর্ট পজিটিভ এসেছে।

হাসপাতালে ভর্তি বাংলার নির্বাচক

হাসপাতালে ভর্তি বাংলার নির্বাচক

করোনায় আক্রান্ত হয়ে এখন বাইপাস লাগোয়া এক বেসরকারি হাসপাতালে সাগরময় সেনশর্মা ভর্তি রয়েছেন।

রঞ্জি জয়ী দলের সদস্য সাগরময়

রঞ্জি জয়ী দলের সদস্য সাগরময়

১৯৮৯-৯০ মরশুমে সম্বরণ ব্যানার্জির নেতৃত্বে রঞ্জি জয়ী বাংলা দলের সদস্য ছিলেন সাগরময়। প্রথম শ্রেণির ক্রিকেটে ৪৭ ম্যাচ খেলে তিনি ১৪৯ টি উইকেট নেন। এছাড়া তিনি লিস্ট ‌এ ক্রিকেটও খেলেছেন। লিস্ট এ ‌ ক্রিকেটে ১৯ ম্যাচে ১৬ উইকেট নিয়েছেন সাগরময়।

সিএবির নিয়ম

সিএবির নিয়ম

অন্যদিকে লকডাউন উঠলে ক্রিকেট শুরু করা নিয়ে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল আশাবাদী। যেকারণে মেডিক্যাল দলের ডাক্তারদের সঙ্গে বৈঠক করে করোনা সতর্কতায় ক্রিকেটারদের জন্যে গাইডলাইন ও স্যানিটাইজেশনের নিয়ম তৈরি করেছে সিএবি।

English summary
CoronaVirus in Sports: bengal selector sagarmoy sensharma tests Covid 19 positive
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X