For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা লকডাউন ৪.০: শর্তসাপেক্ষে খুলছে স্টেডিয়াম, খেলার দুনিয়ায় আর কী কী সুখবর জেনে নিন

করোনা লকডাউন ৪.০: শর্তসাপেক্ষে খুলতে চলেছে খেলার মাঠ

  • |
Google Oneindia Bengali News

প্রাণঘাতী করোনা ভাইরাসের বাড়বাড়ন্তের কারণে ফের দেশে লকডাউন। এবার চতুর্থ দফার লকডাউন জারি করা হল। লকডাউনের সীমা বাড়িয়ে দিল কেন্দ্র সরকার।

করোনা লকডাউন ৪.০ কবে পর্যন্ত স্থায়ী

করোনা লকডাউন ৪.০ কবে পর্যন্ত স্থায়ী

১৭ মে দেশে আজ তৃতীয় দফার লকডাউন শেষ হচ্ছে। এরপর ১৮ মে থেকে দেশে চতুর্থ দফার লকডাউন শুরু হবে। ৩১ মে পর্যন্ত চতুর্থ দফার লকডাউন স্থায়ী থাকবে।

আরও দু'সপ্তাহ লকডাউন

আরও দু'সপ্তাহ লকডাউন

আর্থাৎ আরও দু'সপ্তাহের লকডাউন ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অবশ্য জাতীর উদ্দেশে কোনও বক্তব্য রাখেননি। কেন্দ্রীয় সরকারের জাতীয় বিপর্যয় মোকাবিলা সংস্থা সার্কুলার বের করে লকডাউন বাড়িয়ে দেওয়ার কথা ঘোষণা করে। দেশের করোনা ভয়ংকর রূপ নেওয়ায় সর্বত্র এই লকডাউন বজায় থাকবে।

লকডাউন ৪.০ তে বেশ কিছু ক্ষেত্রে ছাড়

লকডাউন ৪.০ তে বেশ কিছু ক্ষেত্রে ছাড়

নতুন ঘোষণায় বেশ কিছু ক্ষেত্রে লকডাউন শিথিল করা হয়েছে। ছাড় দেওয়া ক্ষেত্রেগুলির মধ্যে ক্রীড়াক্ষেত্রেও কী কী ছাড় দেওয়া হল দেখে নেওয়া যাক।

খুলছে স্টেডিয়াম

খুলছে স্টেডিয়াম

স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে জানানো হয়েছে চতুর্থ দফার লকডাউনে খেলার স্টেডিয়াম ও খেলার কমপ্লেক্সগুলি খোলা যাবে। তবে মাঠে দর্শকরা এখন প্রবেশ করতে পারবেন না।

স্টেডিয়াম ও স্পোর্টস কমপ্লেক্স খোলায় কী সম্ভাবনা তৈরি হল

স্টেডিয়াম ও স্পোর্টস কমপ্লেক্স খোলায় কী সম্ভাবনা তৈরি হল

উল্লেখ্য এই নিয়ে গত সপ্তাহে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরণ রিজিজু অ্যাথলিটদের সঙ্গে ভিডিও বৈঠকে পরামর্শ চেয়েছিলেন। ২৫ মার্চ থেকে দেশে লকডাউন চলছে। ক্রীড়া ব্যক্তিত্বরা এই লকডাউন মেনে ঘরে বন্দি রয়েছেন। এবার খেলার কমপ্লেক্সগুলি খুলে দেওয়া হলে সামাজিক দূরত্ব বজায় রেখে ক্রীড়াবিদরা নিজ নিজ ক্ষেত্রে প্রস্তুতি করতে পারবেন, এমন সম্ভাবনা তৈরি হল

আইপিএলের সম্ভাবনা

আইপিএলের সম্ভাবনা

করোনা লকডাউনের কারণে দেশের মিলিয়ন ডলার ক্রিকেট লিগ আইপিএল অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হয়েছিল। চতুর্থ দফার লকডাউনে খেলার মাঠের দরজা খুলে দেওয়ায় আইপিএল শুরুর আশা তৈরি হল।

English summary
coronavirus lockdown 4: Sports stadiums-complexes can open,Ministry of Home Affairs permits
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X