For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সিপিএল ২০২০ : টুর্নামেন্টের এক ইনিংসে সর্বাধিক রান দেওয়া বোলারদের ক্রমতালিকা

সিপিএল ২০২০ : টুর্নামেন্টের এক ইনিংসে সর্বাধিক রান দেওয়া বোলারের তালিকা

  • |
Google Oneindia Bengali News

বলা হয়, টি-টোয়েন্টি নাকি ব্যাটসম্যানদের ফর্ম্যাট। আর প্রেক্ষাপট যখন হয় ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, তখন ব্যাটসম্যানদের বিক্রম বেড়ে যায় দ্বিগুন। ক্রিস গেইল, আন্দ্রে রাসেল, কাইরন পোলার্ডের মতো হার্ড হিটাররা খেলেন যে লিগে, সেখানে বোলারদের তো রান খরচ হবেই। সিপিএলের এক ইনিংসে সর্বাধিক রান দেওয়া বোলারের তালিকা দেখে নেওয়া যাক।

জিমি নিশাম

জিমি নিশাম

নিউজিল্যান্ডের তারকা অল-রাউন্ডার জিমি নিশাম তালিকার শীর্ষ স্থানে অবস্থান করছেন। ২০১৯ সালের এক সিপিএল ম্যাচে ত্রিনবাগো নাইট রাইডার্সের জার্সিতে তিনি ৪ ওভার বল করে ৬৮ রান দিয়েছিলেন। ওই ম্যাচে কোনও উইকেটও পাননি নিশাম।

রেমন্ড রেইফার

রেমন্ড রেইফার

ওয়েস্ট ইন্ডিজের অল-রাউন্ডার রেমন্ড জেনেফার রয়েছেন তালিকার দ্বিতীয় স্থানে। ২০১৮ সালে বার্বাডোজ ট্রাইডেন্টের জার্সিতে ৪ ওভার বল করে তিনি ৬৭ রান দিয়েছিলেন। ওই ম্যাচে দুই উইকেটও নিয়েছিলেন রেইফার।

আন্দ্রে রাসেল

আন্দ্রে রাসেল

২০১৬ সালে জামাইকা তালাওয়াসের জার্সিতে ৪ ওভার বল করে ৬৪ রান দিয়েছিলেন আন্দ্রে রাসেল। তালিকার তৃতীয় স্থানে রয়েছেন ক্যারিবিয়ান অল-রাউন্ডার তথা টি-টোয়েন্টি স্পেশালিস্ট।

কেমার রোচ

কেমার রোচ

তালিকার চতুর্থ স্থানে রয়েছেন ওয়েস্ট ইন্ডিদের তারকা ফাস্ট বোলার কেমার রোচ। ২০১৮ সালে জামাইকা তালাওয়াসের জার্সিতে ত্রিনবাগো নাইট রাইডার্সের বিরুদ্ধে তিনি ৪ ওভার বল করে ৬৪ রান করেছিলেন। ওই ম্যাচে কোনও উইকেটও নেননি রোচ।

আলজাররি জোসেফ

আলজাররি জোসেফ

ওয়েস্ট ইন্ডিজের তরুণ ফাস্ট বোলার আলজাররি জোসেফ তালিকার পঞ্চম স্থানে রয়েছেন। ২০১৬ সালে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টের জার্সিতে জামাইকা তালাওয়াসের বিরুদ্ধে তিনি ৪ ওভার বল করে ৬৩ রান দিয়েছিলেন। কোন উইকেট পাননি জোসেফ।

English summary
CPL 2020 : Bowlers who conceded most runs in an innings
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X