For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সিপিএল ২০২০ : টুর্নামেন্টে যে যে বিদেশি ক্রিকেটারের ক্যারিশমা দেখা যেতে পারে

সিপিএল ২০২০ : টুর্নামেন্টে যে যে বিদেশি ক্রিকেটারের ক্যারিশমা দেখা যেতে পারে

  • |
Google Oneindia Bengali News

এখনও পর্যন্ত ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে রাজত্ব করে এসেছেনন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা। ব্যাটিং, বোলিং থেকে অল-রাউন্ড পারফরম্যান্সে ক্যারিবিয়ানদের ধারাকাছে নেই অন্যান্য দেশের ক্রিকেটাররা। তবে এবার সব হিসেব ওলোট-পালোট হয়ে যেতে পারে বলে মনে করেন ক্রিকেট বিশেষজ্ঞরা। এবারের সিপিএলে যে যে বিদেশি ক্রিকেটার ক্যারিশমা দেখাতে পারেন, তাঁদের তালিকা দেখে নেওয়া যাক।

রশিদ খান

রশিদ খান

আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান এখনও পর্যন্ত সিপিএলে ১২টি ম্যাচ খেলেছেন। উইকেট নিয়েছেন ১৪টি। টুর্নামেন্টে রশিদের বোলিং ইকোনমি রেট ৫.৮২। যা সিপিএলে তৃতীয় সেরা। টুর্নামেন্টের এবারের সংস্করণেও কামাল দেখাতে পারেন এই আফগান ক্রিকেট তারকা।

ইমরান তাহির

ইমরান তাহির

সিপিএলে ২১টি ম্যাচ খেলে ৩২টি উইকেট নিয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন লেগ স্পিনার ইমরান তাহির। টুর্নামেন্টে তাঁর বোলিং ইকোনমি রেট (৫.৭৯) দ্বিতীয় সেরা। এবারের সিপিএলে তাহির ক্যারিশমা অব্যাহত থাকতে পারে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

রস টেলর

রস টেলর

বিশ্বের একমাত্র ক্রিকেটার হিসেবে ক্রিকেটের তিন ফর্ম্যাটে ১০০টির বেশি ম্য়াচ খেলা রস টেলরের দিকে তাকিয়ে থাকবে সিপিএল। নিউজিল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার টেলর, সিপিএলে নিজেকে উজাড় করে দেবেন বলেই মনে করা হচ্ছে।

কলিন মুনরো

কলিন মুনরো

সিপিএলে এখনও পর্যন্ত ৪৬টি ম্যাচ খেলে ১৫৪৬ রান করেছেন বাঁ-হাতি কলিন মুনরো। টুর্নামেন্টে একটি শতরানও (অপরাজিত ১০০) রয়েছে এই নিউজিল্যান্ড ব্যাটসম্যানের। মুনরো এ বছরের সিপিএলেও দুর্দান্ত কিছু করবেন বলে মনে করেন ক্রিকেট ফ্যানরা।

আশা শেষ! আইএসএলে নেই ইঙ্গবেঙ্গল, সোশ্যাল মিডিয়া পোস্টে চূডা়ন্ত ইঙ্গিতআশা শেষ! আইএসএলে নেই ইঙ্গবেঙ্গল, সোশ্যাল মিডিয়া পোস্টে চূডা়ন্ত ইঙ্গিত

English summary
CPL 2020 : List of foreign cricketers who can shine this year
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X