For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রোহিতের সাফল্যের নায়ক একজনই..., কাকে কৃতিত্ব দিলেন গম্ভীর

রোহিতের সাফল্যের নায়ক একজনই..., কাকে কৃতিত্ব দিলেন গম্ভীর

  • |
Google Oneindia Bengali News

টি-২০ ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ওভারে যোগিন্দর শর্মার হাতে বল থামানো হোক, বা ২০১১ বিশ্বকাপে মুরলীধরনের ঘূর্ণির সামনে যুবিকে ঠেলে না দিয়ে নিজে ঝুঁকি নেওয়া!

দুই ক্ষেত্রেই অঙ্ক কষে ঝুঁকি নিয়ে সফল হয়েছিলেন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। যেকারণে ভারতীয় ক্রিকেটে তিনি দূরদর্শী অধিনায়ক হিসেবে পরিচিত। ধোনির ম্যাচ পড়ার ক্ষমতা অন্যদের থেকে অনেক বেশি বলে, প্রাক্তন-সতীর্থরা অনেকেই আজও প্রশংসা করেন।

রোহিতের সাফল্যে ধোনির অবদান, বললেন গম্ভীর

রোহিতের সাফল্যে ধোনির অবদান, বললেন গম্ভীর

এবার রোহিতের কেরিয়ার গড়ার ক্ষেত্রে ধোনিকে নেপথ্য নায়ক বললেন গম্ভীর। সঠিক দূরদর্শীতা দেখিয়ে রোহিতকে চিনে নিয়েছিলেন ধোনি। বাকিটা ইতিহাস! এমনই বলেছেন গৌতি।

রোহিতের ধীরে শুরু, জনপ্রিয়তায় উল্কা গতিতে ছুটছিলেন বিরাট

রোহিতের ধীরে শুরু, জনপ্রিয়তায় উল্কা গতিতে ছুটছিলেন বিরাট

২০০৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হলেও পরের কয়েক বছরে ভারতীয় ক্রিকেটে সে ভাবে নজর কাড়তে পারেননি রোহিত শর্মা। উল্টো দিকে বিরাট কোহলির তখন উল্কাগতিতে উত্থান। ২০০৯ সালে ইডেনে শ্রীলঙ্কার বিরুদ্ধে গম্ভীরের সঙ্গে সেঞ্চুরি হাঁকিয়ে ভারতের হয়ে ম্যাচ ফিনিশ করেন। ইডেনে কেরিয়ারের প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরি থেকে বিরাট নিজের পরিচয় তৈরি করতে থাকেন।

ধোনির দূরদর্শীতায় রোহিতের কেরিয়ারে বাঁক

ধোনির দূরদর্শীতায় রোহিতের কেরিয়ারে বাঁক

গম্ভীর মনে করছেন, ২০১৩ সালে এক দিনের ক্রিকেটে রোহিতকে ওপেনার হিসেবে নামিয়েছিলেন ধোনি। তার পরই রোহিতের কেরিয়ারের মোড় ঘুরে যায়। ওয়ানডে ক্রিকেটে তিনিই একমাত্র ব্যাটসম্যান, যিনি তিন বার ডাবল সেঞ্চুরি করেছেন। ২০১৯ বিশ্বকাপে পাঁচটি সেঞ্চুরি হাঁকিয়ে বিশ্বরেকর্ডও করেন। এই বিশ্বকাপে রোহিতই প্রথম ব্যাটসম্যান যিনি ৫টি সেঞ্চুরি হাঁকিয়েছেন।

ধোনির প্রশংসায় যা বললেন গম্ভীর

ধোনির প্রশংসায় যা বললেন গম্ভীর

গম্ভীর বলেন 'ভারতীয় ওপেনার রোহিত শর্মা আজ যে জায়গায় পৌঁছেছে, তার পিছনে ধোনির অবদান সবচেয়ে বেশি ছিল। নির্বাচক কমিটি ও টিম ম্যানেজমেন্ট পাশে ছিল, কিন্তু অধিনায়ক আস্থা না দেখালে কোনও ক্রিকেটারই নিজেকে মেলে ধরতে পারে না। ক্রিকেটে ক্যাপ্টেনের উপরই তো সবকিছু নির্ভর করে। টানা দীর্ঘ একটা সময় ধরে রোহিতকে দিয়ে ধোনি ওপেন করিয়ে ওকে ওপেনার হিসেবে প্রতিষ্ঠিত করেন। আস্থা ও ভরসা থাকলে এক জন ক্রিকেটার যে কোন উচ্চতায় পৌঁছতে পারে, তার সেরা উদাহরণ হল রোহিত। '

ধোনির মতো তরুণদের পাশে থাকবে কোহলি

ধোনির মতো তরুণদের পাশে থাকবে কোহলি

গম্ভীর জুড়েছেন , 'ধোনি অধিনায়ক হিসেবে সবসময় জুনিয়রদের পাশে থাকত। আশা করব এই প্রজন্মের তরুণ ক্রিকেটাররা যেমন শুভমন গিল, সঞ্জু স্যামসনরা তাঁদের অধিনায়কেরর কাছে একই ধরনের সহযোগিতা পাবে। আর এখন রোহিত সিনিয়র। আশা রাখব রোহিত সব সময় তরুণদের পাশে থাকবে। আশা করব, ধোনির মতো এই প্রজন্মে বিরাট-রোহিতরা ভারতীয় দলের বর্তমান তরুণদের লালন-পালন করবে।'

English summary
Credit goes to Dhoni for Rohit Sharma’s success believes Gautam Gambhir
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X