For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলা দলের কোচের পদে অরুণ লালকে ধরে রাখল সিএবি, কবে অনুশীলন শুরু ঈশ্বরণদের

বাংলা দলের কোচের পদে অরুণ লালকে ধরে রাখল সিএবি, কবে অনুশীলন ঈশ্বরণদের

  • |
Google Oneindia Bengali News

করোনা নিয়ে উদ্বেগের মাঝেই এবার ক্রিকেটে ফোরার তোড়জোড় শুরু করে দিল সিএবি। এর আগে স্বাস্থ্যবিধি মেনে বাইশ গজে বল গড়ানোর জন্যে মেডিক্যাল টিমের পরমর্শ নিয়ে ক্রিকেটারদের স্যানিটাইজার ব্যবহার, মাঠ জীবাণুমুক্ত করা সহ একাধিক গাইডলাইন এনেছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল। এবার নতুন মরশুমে বাংলা ক্রিকেট দলের রূপরেখা তৈরির কাজে নেমে পড়ল সিএবি।

সিএবির বৈঠক

সিএবির বৈঠক

গত মরসুমে বাংলাকে রঞ্জি ফাইনালে তোলা কোচ অরুন লালের সঙ্গে সোমবার সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া ও সচিব স্নেহাশিস গাঙ্গুলী বৈঠকে করেন।

নতুন বছরে বাংলায় কোচের ভূমিকায় কে?

নতুন বছরে বাংলায় কোচের ভূমিকায় কে?

এরপর নতুন বছরে কোচিং স্টাফে কোনও বদল আনা হচ্ছে না বলে সিএবি জানিয়েছে। সেক্ষেত্রে অরুণ লালের উপরই আস্থা রাখল ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল। অর্থাৎ অরুণ লাল সহ পুরো বঙ্গ সার্পোট স্টাফ টিমকেই আগামী মরসুমের জন্যে রেখে দিল সিএবি।

একনজরে কোচিং স্টাফে কারা

একনজরে কোচিং স্টাফে কারা

বাংলা দলের কোচের ভূমিকায় অরুণ লাল। পেস বোলিং কোচের ভূমিকায় রণদেব বসু, স্পিন বোলিং কোচের ভূমকিায় উৎপল চট্টোপাধ্যায়, টিমের ক্রিকেট অপারেশন প্রধান জয়দীপ মুখোপাধ্যায় দায়িত্বে থাকছেন।

বাংলা দল কবে থেকে মাঠে নামবে?

বাংলা দল কবে থেকে মাঠে নামবে?

সোমবারের দীর্ঘ বৈঠক শেষে বাংলা দল কবে মাঠে নামবে সেই নিয়ে নিশ্চিত কিছু জানানো হয়নি। বর্তমান করোনা পরিস্থিতির উপর সর্বদা নজর রাখা হচ্ছে বলে সিএবি সূত্রে জানানো হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলেই অভিমন্যু ঈশ্বরণরা মাঠে ফিরবেন।

জর্জ ফ্লয়েডের হত্যাকাণ্ডে আইসিসি-র প্রতিক্রিয়া চান বিশ্বকাপজয়ী ক্যারিবিয়ান অধিনায়ক জর্জ ফ্লয়েডের হত্যাকাণ্ডে আইসিসি-র প্রতিক্রিয়া চান বিশ্বকাপজয়ী ক্যারিবিয়ান অধিনায়ক

English summary
cricket association of bengal has decided to retain the coaching staff including Arun Lal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X