For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা আবহের মধ্যে ফোকাসে ক্রিকেট! আগামী মরসুমে ক্রিকেটারদের চক্ষু পরীক্ষা বাধ্যতামূলক

করোনা আবহের মধ্যে ফোকাসে ক্রিকেট! ক্রিকেটারদের চক্ষু পরীক্ষা বাধ্যতামূলক

  • |
Google Oneindia Bengali News

করোনা আবহের মধ্যে ফোকাসে ক্রিকেট। দেশজুড়ে ধীরে ধীরে লকডাউন তোলার প্রস্তুতির মধ্যেই নতুন মরশুম নিয়ে চিন্তাভাবনা শুরু দিয়েছে বঙ্গ ক্রিকেট। সোমবার সিএবিতে কোচ অরুণ লালের সঙ্গে সভাপতি অভিষেক ডালমিয়া ও সচিব স্নেহাশিস গাঙ্গুলী বৈঠক করেন।

নিঠারি কিলার

নিঠারি কিলার

মনিন্দর সিং পান্ধার ও তার পরিচারক সুরিন্দর কোহলি মিলে একেরপর এক শিশু হত্যার দায়ে ২০০৬ সালে গ্রেফতার হন। তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, তারা নিঠারি গ্রামের বাচ্চাদের তুলে এনে, তাদের মেরে মানব শিশুর মাংস খেতেন। অনেককে ধর্ষণও করেছেন। এছাড়াও শিশুদের ওপর আরও অনেক যৌন অত্যাচার করে ওই দুই ভয়ানক নরখাদক। নয়ডার প্রান্তে বাচ্চাদের একের পর এক নরকঙ্কাল উদ্ধারের ঘটনায় পুলিশ এই ঘটনার উন্মোচন করে।

ফিটনেসের দিকে জোর

ফিটনেসের দিকে জোর

আগামী মরসুমে বাংলার ক্রিকেটারদের ফিটনেসে জোর বাড়াতে চাইছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল।

অটো শঙ্কর

অটো শঙ্কর

১৯৮৮ সালে চেন্নাইয়ের থিরুভনমিয়ার থেকে হঠাৎ উধাও হয়ে যায় ৯ জন মেয়ে। প্রাথমিক তদন্তে পুলিশ মনে করে , ওই মেয়েদের বিয়ে না দিতে পারায়, পরিবারের লোকজন তাদের বিক্রি করে দেয়। কিন্তু পরে তদন্তের গতিপ্রকৃতি অনুযায়ী জানা যায়, শঙ্কর নামের এক অটোচালক ওই এলাকায় নির্দিষ্ট একটি মদের দোকানের সামনে থেকে মহিলাদের অপহরণ করে, তারপর তাদের মেরে মহিলাদের সৎকারের কাজ করে, তাদের চিতাভস্ম বঙ্গোপোসাগরে ফেলে দেয়। তার এই অদ্ভুত ধরনের খুনের জন্য সে 'অটো শঙ্কর' নামে পরিচিত।

ক্রিকেটারদের চক্ষু পরীক্ষা

ক্রিকেটারদের চক্ষু পরীক্ষা

সিএবি আগামী মরসুমে বাংলা দলের প্রত্যেক ক্রিকেটারের চক্ষু পরীক্ষা বাধ্যতামূলক নিয়ম আনতে চলেছে। সোমবার আগামী মরসুমের জন্যে অরুণ লালকে ফের কোচ করা হয়েছে। কোচ অরুণ লালই ক্রিকেটারদের দৃষ্টিশক্তি পরীক্ষা করানোর পক্ষে মত দেন। অন্যদিকে নতুন বছরে কোচিং স্টাফে কোনও বদল আনা হচ্ছে না। বাংলা দলের দায়িত্বে বঙ্গ ব্রিগেডকেই ধরে রাখল সিএবি। বাংলা দলের কোচের ভূমিকায় অরুণ লাল। পেস বোলিং কোচের ভূমিকায় রণদেব বসু, স্পিন বোলিং কোচের ভূমকিায় উৎপল চট্টোপাধ্যায়, টিমের ক্রিকেট অপারেশন প্রধান জয়দীপ মুখোপাধ্যায় দায়িত্বে থাকছেন।

চার্লস সোবরাজ

চার্লস সোবরাজ

ভারতে আজ পর্যন্ত যতগুলি সিরিয়াল কিলার-এর নাম উঠে এসেছে তার মধ্যে সবচেয়ে কুখ্যাত নাম চার্লস সোবরাজ। সোবরাজ শুধু সুদর্শনই ছিলেন না, ছিলেন মিষ্টভাষীও। তাতেই তাঁর আকর্ষণে আসে বহু মানুষ। আকৃষ্ট হন বহু মহিলা। আর তারপরই তাদের খুন করতে থাকে সোবরাজ। সে 'বিকিনি কিলার' হিসাবেও পরিচিত। সে মনে করত এভাবে মানুষ খুন করে সে সমাজকে পরিস্কার করছে। গ্রেফতারের পর তিহার জেল থেকে পালানোর মতো চাঞ্চল্যকর ঘটনাও রয়েছে এই সিরিয়াল কিলারের জীবনীতে।

মরসুমের মাঝেও হবে ফিটনেস পরীক্ষা

মরসুমের মাঝেও হবে ফিটনেস পরীক্ষা

মরসুম শুরুর আগে গতবার ফিটনেস পরীক্ষায় সবাই পাশ করলেও মাঝপথে ঢিলেমি দেন। যেকারণে প্রাক মরসুমে পাশাপাশি মরসুমের মাঝপথেও ফিটনেস পরীক্ষা হবে বলে জানানো হয়েছে।

সায়ানাইড মোহন

সায়ানাইড মোহন

মোহন কুমার ছিল পেশায় একজন শিক্ষক। প্রতিদিন যাতায়াতের পথে বাসস্টপে সে স্বল্পবিত্ত বা মধ্যবিত্ত মহিলাদের খুঁজে বেড়াত। তারপর তাদের সঙ্গে বন্ধুত্ব পাতিয়ে নিত সে। বিয়ের প্রস্তাবও দিত। আর তারপরই বিয়ের প্রতিশ্রুতি দিয়ে , একেরপর এক মহিলাকে বাড়ি থেকে তুলে নিয়ে যেত সে। তারপর বিয়ের আগে সংশ্লিষ্ট মহিলার সঙ্গে যৌনমিলন ঘটাবার পর সায়ানাইড দিয়ে মহিলাকে মেরে ফেলত মোহন। এরপর তাদের টাকা পয়সা গয়না হাতিয়ে পালাত কুখ্যাত অপরাধী সায়ানাইড মোহন।

ব্যাটসম্যানদের উপর বিশেষ গুরুত্ব

ব্যাটসম্যানদের উপর বিশেষ গুরুত্ব

গত মরসুমে বাংলা দলের ব্যাটসম্যানদের মধ্যে ধারাবাহিকতার অভাব দেখা গিয়েছিল। তা দূর করতে এবার মরসুম শুরু থেকে ব্যাটসম্যানদের উপর বিশেষ জোর দেওয়ার পরারমর্শ দিয়েছেন অরুণ লাল। পাশাপাশি ভিন রাজ্য থেকে কোনও ব্যাটসম্যান আনা যায় কিনা,সেটাও ভেবে দেখা হচ্ছে।

রমন রাঘব

রমন রাঘব

৬০ -এর দশকের কুখ্যাত দুষ্কৃতি রমন রাঘব 'সাইকো রমন' নামে পরিচিত। মুম্বইয়ে একেরপর এক খুনের ঘটনার কিনারা করতে গিয়ে সামনে আসে রমন রাঘব নামের এই ব্যক্তি। মূলত মুম্বইয়ের ফুটপাথে পড়ে থাকা লোকজনকে খুন করত রমন। এছা়ড়াও বহু বস্তিবাসীকে খুন করেছে সে। যাঁরাই রাতে দরজা বা জানলা খুলে ঘুমোতেন, সেই সমস্ত বস্তিবাসীকে খুন করত রমন রাঘব।

ভিনরাজ্যের স্পিনার এনে প্রস্তুতি

ভিনরাজ্যের স্পিনার এনে প্রস্তুতি

জুন মাসের শেষ দিকে ভিনরাজ্যের স্পিনার এনে বাংলা দলের স্পিনারদের নিয়ে আলাদা শিবির করতে চাইছে সিএবি। রাজ্যের করোনা পরিস্থিতির দিকে নজর রেখেই সিএবি অনুশীলন শুরুর সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে।

রোহিত-বিরাটের প্রতিভা প্রসঙ্গে কেন সৌরভ-দ্রাবিড়ের উদাহরণ টানলেন সাঙ্গাকারা?রোহিত-বিরাটের প্রতিভা প্রসঙ্গে কেন সৌরভ-দ্রাবিড়ের উদাহরণ টানলেন সাঙ্গাকারা?

English summary
cricket association of bengal make eye tests mandatory for all the players in bengal,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X