For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০১১-র বিশ্বকাপ জয়ের নায়ক ঋষভ পন্থ! সোশ্যাল মিডিয়ায় শোরগোল

২০১১-র বিশ্বকাপ জয়ের নায়ক ঋষভ পন্থ! সোশ্যাল মিডিয়ায় শোরগোল

  • |
Google Oneindia Bengali News

৯ বসন্ত আগে আজকেরই দিনে ২৮ বছরের প্রতীক্ষার অবসান ঘটেছিল ভারতের। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শ্রীলঙ্কার ফাস্ট বোলার নোয়ান কুলশেখরার বলে ছক্কা হাঁকিয়ে দেশের হাতে ৫০ ওভারের বিশ্বকাপ তুলে দিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। সেই মুহূর্ত স্মরণে থাকবে ভারতবাসীর। স্মরণ করল আইসিসি-ও। তবে একটু অন্য ধারায়। সোশ্যাল মিডিয়ায় আইসিসি-র ধাঁধায় কুপোকাত হয়ে নেটিজেনরা তরুণ ঋষভ পন্থের নাম নিয়ে মসকরা করতে ছাড়লেন না।

৯ বছর আগে

৯ বছর আগে

৯ বছর আগের ২ এপ্রিল ওপেনার গৌতম গম্ভীর, মহেন্দ্র সিং ধোনি ও যুবরাজ সিং-র চওড়া ব্যাটে ৫০ ওভারের বিশ্বকাপ জিতেছিল ভারত। শ্রীলঙ্কার ফাস্ট বোলার নোয়াক কুলশেখরাকে ছক্কা হাঁকিয়ে ম্যাচ জিতিয়েছিলেন মাহি। বল বাউন্ডারি লাইন পেরোনোর আগেই নন-স্ট্রাইকার এন্ডে দাঁড়িয়ে থাকা যুবরাজ সিং-র উচ্ছ্বাস শুরু হলেও, ধোনি তখনও স্থির হয়েই দাঁড়িয়েছিলেন। সেই মুহর্তের ছবি দেখলে আবেগতাড়িত হন ভারতবাসী।

আইসিসি-র পোস্ট

এমএস ধোনি ও যুবরাজ সিং-র বিশ্বকাপ জয়ের সেই মুহূর্ত টুইটারে পোস্ট করেছে আইসিসি। তবে ধাঁধার ছলে। দুই ক্রিকেটারের ছবি কেটে নেটিজেনদের কাছে আইসিসি জানতে চেয়েছে তাঁদের নাম। যেহেতু উত্তর সবারই জানা, তাই এক্ষেত্রে মজার ছলে সকলের কাছ থেকে ভুল উত্তরই আশা করেছ বিশ্বের সর্বোচ্চ ক্রিকেট নিয়ামক সংস্থা।

ঋষভ পন্থের নাম

ঋষভ পন্থের নাম

নেটিজেনরা অনেক ক্রিকেটারের নাম উল্লেখ করলেও, তাঁদের মধ্যে কেউ রসিকতা করে টিম ইন্ডিয়ার তরুণ উইকেটরক্ষক ঋষভ পন্থের নাম উল্লেখ করেছেন। তা নিয়ে হাসিঠাট্টায় মেতেছে নেট দুনিয়া।

অন্যান্য ক্রিকেটার

অন্যান্য ক্রিকেটার

আইসিসি-র প্রশ্নের উত্তরে এমএস ধোনি ও যুবরাজ সিং-কে বাদ দিয়ে সচিন তেন্ডুলকর, রোহিত শর্মা, বিরাট কোহলি, রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষ্মণের নামও উল্লেখ করেছেন নেটিজেনদের একটা অংশ।

English summary
Cricket fans picks Rishabh Pant on ICC's question of 2011 World Cup victory
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X