For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সোশ্যাল মিডিয়ায় আচমকাই ভাইরাল #DhoniRetires, তবে কি সত্যি...

সোশ্যাল মিডিয়ায় আচমকাই ভাইরাল #DhoniRetires, তবে কি সত্যি...

  • |
Google Oneindia Bengali News

সোশ্যাল মিডিয়ায় আচমকাই চাউর হয়েছে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নাকি অবসর নিচ্ছেন মহেন্দ্র সিং ধোনি। সেই খবরকেই সত্যি মনে করে এবং #DhoniRetires ট্যাগকে ব্যবহার করে নেটিজেনদের একের পর এক আবেগঘন বার্তায় ছেয়ে গিয়েছে টুইটার। ঘটনার সত্যতা সম্পর্কে তবে জেনে নেওয়া যাক।

ধোনির অনুপস্থিতি

ধোনির অনুপস্থিতি

গত জুলাইতে ভারতীয় দলের জার্সিতে শেষবার ২২ গজে নেমেছিলেন মহেন্দ্র সিং ধোনি। ইংল্যান্ড হওয়া বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষবার কোনও ক্রিকেট ম্যাচ খেলেছিলেন মাহি। এরপরের ৯ মাস তাঁকে আর ক্রিকেটে দেখা যায়নি। তবে কী এবার আন্তর্জাতিক ক্রিকেটকে সত্যিই বিদায় জানাচ্ছেন এমএস, এমন জল্পনা উঠেছে একাধিকবার। উল্লেখ্য ২০১৪ সালেই টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন ধোনি।

আইপিএলে প্রত্যাবর্তন

আইপিএলে প্রত্যাবর্তন

চলতি বছরের আইপিএলে ফের ব্যাট-গ্লাভস হাতে তোলার কথা এমএস ধোনির। সেই মতো চেন্নাই সুপার কিংসের জার্সিতে প্রস্তুতিও শুরু করে দিয়েছিলেন মাহি। কিন্তু করোনা ভাইরাসের জন্য টুর্নামেন্ট পিছিয়ে যাওয়ায়, সে গুড়েও বালি পড়ে গিয়েছে। এই অবস্থায় দেশের সর্বকালের সেরা অধিনায়কের কামব্যাক আদৌ সম্ভব কিনা, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড

একে করোনা ভাইরাসের জেরে অচলাবস্থা, তার ওপর দীর্ঘদিন ধরে এমএস ধোনিকে বাইশ গজে না দেখে হয়তো যারপরনাই হতাশ হয়ে পড়েছিলেন তাঁর ফ্যানরা। নতুন কিছু করার লক্ষ্যেই হয়তো #DhoniRetires ট্যাগ তৈরি করে দেশের সর্বকালের সেরা ক্রিকেট অধিনায়কের অবসরের জল্পনা তুলে দেন কিছু নেটিজেন। যদিও এ ব্যাপারে নিজের টুইটার অ্যাকাউন্টে কোনও বার্তা দেননি এমএস ধোনি। আর প্রকাশ্যে তো তিনি কিছু বলতেই চান না। বিসিসিআই-র তরফেও এ ব্যাপারে কোনও সরকারি বিবৃতি দেওয়া হয়নি। তাই এই খবর ভুয়ো বলেই ধরে নেওয়া যায়।

আবেগতাড়িত সোশ্যাল মিডিয়া

এমএস ধোনির অবসরের খবর ভাইরাল হতেই আবেগতাড়িত হয়ে পড়েন ধোনি-প্রেমী নেটিজেনরা। কার্যত কান্নাকাটি শুরু করে দেন তাঁরা। কেউ কেউ তো এখনই ধোনিকে চোখে হারাতে শুরু করেছেন। কেউ ধোনিহীন ভারতীয় ক্রিকেট কেমন হবে, তা নিয়ে ভাবনাচিন্তা শুরু করেছেন।

প্রতিবাদ

সোশ্যাল মিডিয়ায় চাউর হওয়া এই ভুয়ো খবরের বিরুদ্ধেও কথা বলেছেন নেটিজেনদের একটা অংশ। যে বা যারা এই খবর রটিয়েছেন, তাঁদের নিন্দাতেও সরব হয়েছেন অনেকে।

English summary
Cricket fans speculate on MS Dhoni's retirement from international cricket
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X