For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বদলে যাচ্ছে ক্রিকেটের নিয়ম, কী কী নিয়ম পাল্টাচ্ছে দেখে নিন

১ অগাস্ট থেকে চালু হচ্ছে আইসিসি'র নতুন নিয়ম।যে নিয়মে এবার থেকে স্লো ওভার রেটের জন্য দলের অধিনায়ক নয়, পুরো টিমকেই বিপাকে পড়তে হবে। সেক্ষেত্রে দলের প্রত্যেক সদস্যেদের ফাইন করা হবে।

  • |
Google Oneindia Bengali News

১ অগাস্ট থেকে চালু হচ্ছে আইসিসি'র নতুন নিয়ম।

অতীতে কম বেশি সব দলের ক্যাপ্টেনদেরই মাঠে স্লো ওভার রেটের কারণে আইসিসি'র শাস্তির মুখে পড়তে হয়েছে। এবার অবশ্য নতুন নিময় চালু করতে চলেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।

বদলে যাচ্ছে ক্রিকেটের নিময়, কী কী নিময় পাল্টাচ্ছে দেখে নিন

যে নিয়মে এবার থেকে স্লো ওভার রেটের জন্য দলের অধিনায়ক নয়, পুরো টিমকেই বিপাকে পড়তে হবে। সেক্ষেত্রে দলের প্রত্যেক সদস্যকে ফাইন করা হবে। সঙ্গে প্রতিযোগিতা থেকে দলের পয়েন্টও কাটা হবে।

আইসিসি'র পক্ষ থেকে জানানো হয়েছে, ' টেস্ট চ্যাম্পিয়নশিপ লড়াইয়ে কোনও দল নির্দিষ্ট ওভার রেটের থেকে পিছিয়ে থাকলে আম্পায়ার ও ম্যাচ রেফারির সিদ্ধান্তে জরিমানা স্বরূপ দলের প্রতিযোগিতার পয়েন্ট কাটা হবে।'

বৃহস্পতিবার লন্ডনে আইসিসি'র বৈঠকে এই নিয়ম পাশ হয়েছে। প্রসঙ্গত ১ অগাস্ট থেকে শুরু হচ্ছে অ্যাশেজ ২০১৯। সেক্ষেত্রে সিরিজের প্রথম দিন থেকেই আইসিসির নতুন নিয়ম চালু হতে চলেছে।

সেই সঙ্গে ম্যাচে ক্রিকেটার পরিবর্তনের ক্ষেত্রেও নিয়মে বদলাতে চলেছে। এবার ব্যাটসম্যানের পরিবর্তে ব্যাটসম্যান বা বোলারের পরিবর্তে বোলার চেঞ্জ করা যাবে। তবে চিকিৎসকদের থেকে আঘাত পাওয়া ক্রিকেটারের পরিস্থিতি জেনে ম্যাচ রেফারিই চূড়ান্ত অনুমোদন দেবেন।

English summary
Cricket rules will change from August 1, as ICC approved new rules
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X