For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শশাঙ্ক সাক্ষাতে বদলে গেল সুর - লক্ষ্য কমনওয়েলথ, 'নাডা' নিয়ে ব্যতিক্রমী সিদ্ধান্ত বোর্ডের

সোমবার মুম্বইয়ে আইসিসির চেয়ারম্যান শশাঙ্ক মনোহরের সঙ্গে দেখা করে নাডা-র সঙ্গে কাজ করার বিষয়ে বিস্ময়কর সিদ্ধান্ত নিল বিসিসিআই-এর প্রশাসনিক কমিটি। 

Google Oneindia Bengali News

অলিম্পিক বা তার মতো মাল্টি ইভেন্ট ক্রীড়া প্রতিযোগিতাগুলিতে ক্রিকেট সামিল করতে চায় আইসিসি। কিন্তু এতদিন সেই পথে বাধা হয়ে দাঁড়াচ্ছিল ভারতীয় বোর্ড। ন্যাশনাল অ্যান্টি ডোপিং সংস্থা বা নাডা-র আওতায় আসতে বনারাজ ছিল বিসিসিআই। কিন্তু, সোমবার মুম্বাইয়ে আইসিসির চেয়ারম্যান শশাঙ্ক মনোহরের সঙ্গে দেখা করে অনেকটাই নরম হল ভারতীয় বোর্ড। বিসিসিআই-এর প্রশাসনিক কমিটি পরীক্ষামূলকভাবে আগামী ছয়মাস নাডা-র সঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিল।

নাডা নিয়ে ব্যতিক্রমী সিদ্ধান্ত বোর্ডের

অলিম্পিকে অংশ নিতে গেলে ওয়াডা অর্থাত ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সির আওতায় আসতেই হয় প্রত্যেকটি দলকে। ওয়াডারই জাতীয় সংস্করণ নাডা। এতদিন ভারতীয় বোর্ড বল এসেছে, যেহেতু তারা ভারত সরকারের কাছ থেকে অর্থ সাহায্য নেয় না, তাই তারা সরকারি সংস্থার করায়ত্ব হবে না। বিসিসিআই এই কথাও বলেছিল যে তারা কোনও সরকারি সংস্থা নয়। ক্রিকেটাররা ভারতের হয়ে খেলেন না, খেলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের হয়ে।

তবে এদিনের পদক্ষেপে বরফ গলার ইঙ্গিত মিলেছে। বিসিসিআই-এর একটি সূত্র জানিয়েছে বোর্ড ও নাডা - দুই পক্ষেই এখনও অবিশ্বাসের বাতাবরণ রয়েছে। আগামী ছয় মাস নাডা-র সঙ্গে কাজ করতে সম্মত হলেও সম্ভবত ১০ শতাংশের বেশি নমুনা সংগ্রহ করতে দেওয়া হবে না তাঁদের। ইতিমধ্যেই ২০২২ কমনওয়েলথ গেমসে ক্রিকেটকে ফেরানো হয়েছে। ওই প্রতিযোগিতায় মহিলা দলকে পাঠানোর পরিকল্পনা রয়েছে বোর্ডের। তার জন্যই প্রাথমিক পদক্ষেপ হিসেবে এই সিদ্ধান্ত গ্রহণ করা হল।

আইসিসির ইচ্ছে ২০২৮ অলিম্পিকে ক্রিকেটকে অন্তর্ভুক্ত করার। বিশ্বব্যপি এক সার্ভে করে আইসিসি দেখেছে ক্রিকেট ফ্যানদের ৮৭ শতাংশই অলিম্পিকে ক্রিকেট খেলা হোক, তা চান। তবে অ্যান্টি ডোপিং পলিসিগত সমস্যা ছাড়াও আরও কিছু বিষয়ের সমাধান করতে হবে আইসিসিকে। দেখতে হবে অলিম্পিকে ক্রিকেট খেলা শুরু হলে তাদের নিজস্ব ইভেন্টগুলির গুরুত্ব যেন হারিয়ে না যায়।

English summary
The CoA of the BCCI met ICC chairman Shashank Manohar in Mumbai on Monday and take a surprising decision about working with the NADA.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X