For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কোন বলে সিম এবং সুইং ভালো ধরে, নিজের পছন্দ বললেন জসপ্রীত বুমরাহ

কোন বলে সিম এবং সুইং ভালো ধরে, নিজের পছন্দ বললেন জসপ্রীত বুমরাহ

  • |
Google Oneindia Bengali News

বোলিং অ্যাকশন থেকে কোন বল সিম ও সুইং ধরে ভালো, সব মিলিয়ে নিজের যাবতীয় রহস্য এবং পছন্দের কথা অকপটে জানালেন ভারতীয় ফাস্ট বোলার জসপ্রীত বুমরাহ। ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ইয়ান বিশপের সঙ্গে বুমরাহের কথোপকথনে কী কী প্রসঙ্গের উত্থাপন হয়েছে, তা দেখে নেওয়া যাক।

প্রথম দেখা

প্রথম দেখা

১৯৪০ সালের ১০ ফেব্রুয়ারি টম অ্যান্ড জেরি সিরিজ
মুক্তি পেয়েছিল। কিন্তু আপনি কি জানেন প্রথমে এই দুজনের নাম টম এবং জেরি ছিল না। টমকে ডাকা হত জ্যাসপার নামে আর জেরির নাম ছিল জিঙ্কস।

জসপ্রীত বুমরাহের কেরিয়ার

জসপ্রীত বুমরাহের কেরিয়ার

ভারতের হয়ে ১২টি টেস্ট ও ৫৮টি টেস্ট খেলা জসপ্রীত বুমরাহ দুই ফর্ম্যাটে যথাক্রমে ৬২ ও ১০৮টি উইকেট নিয়েছেন। টেস্টে হ্যাটট্রিকও রয়েছে তাঁর। টিম ইন্ডিয়ার জার্সিতে ৪৫টি টি-টোয়েন্টি খেলে ৫৯টি উইকেট নিয়েছেন বুমরাহ। যা ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ।

টম অ্যান্ড জেরি

টম অ্যান্ড জেরি

টম অ্যান্ড জেরি নাম দুটি দিয়েছেন অ্যানিমেটর জন কার। একটি প্রতিযোগিতার মাধ্যমে এই নাম ঠিক হয়। এবং তাই স্থায়ীভাবে রেখে দেওয়া হয়। আর তার জন্য জন কার ৫০ ডলার পুরস্কার মূল্য পেয়েছিলেন।

কোন বলে স্বাচ্ছন্দ্য

কোন বলে স্বাচ্ছন্দ্য

করোনা ভাইরাসের জেরে লকডাউনে ওয়েস্ট ইন্ডিজ লেজেন্ড ইয়ান বিশপের সঙ্গে কথোপকথনে জসপ্রীত বুমরাহ জানিয়েছেন, তিনি ইংল্যান্ডের ডিউক বলে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। ভারতের এসজি এবং অস্ট্রেলিয়ার কোকাবুরার থেকে এই বলে সিম এবং সুইং ভালো ধরে বলে জানিয়েছেন ভারতীয় ফাস্ট বোলার।

হিংসার জন্য সমালোচিত

হিংসার জন্য সমালোচিত

টম অ্যান্ড জেরি চিরকাল নিন্দুকের সমালোচনার মুখে পড়েছেন হিংসায় ভরা গল্পের জন্য। বিড়াল ও ইঁদুরের খুনসুঁটি দেখানো হলেও কখনও রক্ত বা ক্ষত থেকে নির্গত চাপ চাপ রক্ত এরকম কিছু দেখানো হয়নি।

ভিন্ন অ্যাকশন

ভিন্ন অ্যাকশন

যখন আন্তর্জাতিক আঙিনায় পা রেখেছিলেন, তখন জসপ্রীত বুমরাহের বোলিং অ্যাকশনে চমকে গিয়েছিলেন বিশ্বের তাবড় ব্যাটসম্যান। তাঁর বোলিং অ্যাকশন যে সম্পূর্ণ আলাদা, তা মেনে নিয়েছেন ভারতীয় ফাস্ট বোলার। তবে এখন তাঁর বোলিং অ্যাকশন ব্যাটসম্যানদের কাছে পরিচিত হয়ে গিয়েছে বলেও মনে করেন বুমরাহ। তাই নিজের ডেলিভারিতে নতুন কিছু যোগ করতে তিনি বদ্ধপরিকর বলেও জানিয়েছেন জসপ্রীত।

শর্ট ফিল্ম

শর্ট ফিল্ম

টম অ্যান্ডি জেরি তখনকার সময়ে সবচেয়ে বেশি ব্যবসা করা অ্যানিমেটেড শর্ট ফিল্ম ছিল।

অতিরিক্ত কোচিং নয়

অতিরিক্ত কোচিং নয়

তাঁর ছোট রান-আপ ও অদ্ভুত বোলিং অ্যাকশনের জন্য তিনি কারও কাছ থেকে খুব বেশি কোচিং নেননি বলে দাবি করেছেন জসপ্রীত বুমরাহ। বোলিংয়ে স্বকীয়তা তিনি নিজেই এনেছেন বলে দাবি ভারতীয় ফাস্ট বোলারের।

নির্বাক নয়

নির্বাক নয়

টম অ্যান্ড জেরি কিন্তু প্রথম থেকে নির্বাক ছিল না। কয়েক দশক ধরে তারা সংলাপ বিড়বিড় করেছে। এমনকী ১৯৯২ সালে টম অ্যান্ড জেরি ছবিতেও তারা মুখ চুপ রাখতে পারেনি।

কমিক বই

কমিক বই

১৯৪২ সালে কমিক বইয়েও টম অ্যান্ড জেরি ছাপা হতে শুরু কে।

কাটছাঁট

কাটছাঁট

১৯৬৫ সালে উইলিয়াম হানা ও জোসেফ বারবারা প্রচন্ডমাত্রায় দৃশ্যে কাটছাঁট করে টেলিভিশনে এয়ার করতে শুরু করেন।

টম অ্যান্ড জেরি বন্ধুত্ব

টম অ্যান্ড জেরি বন্ধুত্ব

১৯৭৫ সালে একটি বিশেষ সিরিজে সবসময় লড়াই করতে থাকা টম অ্যান্ড জেরির বন্ধুত্ব হয়ে যায়। তারা বিশ্বের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় খেলায় অংশ নেয়, রহস্যর সমাধান করে, কিন্তু সৌভাগ্যবশত তা এই বন্ধুত্ব বেশিদিন টেকেনি।

ছায়াছবি

ছায়াছবি

১৯৯২ সালের ১ অক্টোবর প্রথমবার আন্তর্জাতিক মুক্তি হয় টম অ্যান্ড জেরি : দ্য মুভি।

টম জেরির আত্মহত্যা

টম জেরির আত্মহত্যা

টম অ্যান্ড জেরির শেষ পর্বে দুজনেই তাদের জীবন শেষ করে দেয়। রেলওয়ে ট্র্যাকে হসে টম আত্মহত্যার চেষ্টা করে, জেরিও যোগ দেয় তার সঙ্গে।

করোনা মৃত্যুমিছিলে চেনা জীবনের অনেক ছক পাল্টে দেবে, সাক্ষাৎকারে আর কী কী বললেন মেসিকরোনা মৃত্যুমিছিলে চেনা জীবনের অনেক ছক পাল্টে দেবে, সাক্ষাৎকারে আর কী কী বললেন মেসি

English summary
Cricketer Jasprit Bumrah speaks about his bowling choice in which condition
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X