For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনার বিরুদ্ধে যুদ্ধঘোষণা, মোদীর পথেই ২১ দিন ঘরে থাকবেন, লকডাউনে ক্রিকেটার যখন পাকা রাঁধুনী

২১ দিনের লকডাইন, করোনায় গৃহবন্দি হয়ে রাঁধুনী যখন ভারতীয় ক্রিকেটার

  • |
Google Oneindia Bengali News

করোনার গৃহবন্দি হয়ে পাকা রাঁধুনীর পরিচয় দিলেন ভারতীয় ক্রিকেটার মায়াঙ্ক আগারওয়াল। দেশ জুড়ে করোনা সংক্রমণ রুখতে এখন ২১ দিনের লকডাউন ঘোষণা করা হয়েছে। এই পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট জগৎ এখন গৃহবন্দি রয়েছে। গৃহবন্দি হয়ে কেউ ছেলের সঙ্গে বক্সিং প্র্যাকটিসের ভিডিও পোস্ট করেছেন। কেউ আবার ফিটনেস চর্চার ভিডিও পোস্ট করেছেন। এবার গৃহবন্দি পরিস্থিতিতে রান্না করে সেই ছবি পোস্ট করলেন মায়াঙ্ক।

পাম্পোর হামলায় নিরাপত্তা ঘাটতি

পাম্পোর হামলায় নিরাপত্তা ঘাটতি

জম্মু কাশ্মীরে হানার বিষয়ে আগে থেকেই জানিয়েছিল গোয়েন্দা। তবে সিনিয়র পুলিশের একাংশের কথায়, নিরাপত্তা জোরদার করা হয়েছিল। যাবতীয় সতর্কতা নেওয়া হয়েছিল। শুধু সময়ের কাছে হারতে হয়েছে বলে তাদের দাবি। দুপুর ২ টোর সময় বাইকে এসে হামলা চালায় দুষ্কৃতীরা।

রান্না করে কী বার্তা দিলেন

টুইটে মায়াঙ্ক স্প্যানিশ মাশরুম রান্না করে লিখেছেন, করোনা মোকাবিলায় ঘরে থুকন, সুস্থ থাকুন। ঘর থেকে বেরোবেন না। সেফ মায়াঙ্ককে ধন্যবাদ। দারুণ রান্না করেছেন। এভাবেই নিজেই নিজের রান্না প্রশংসা করলেন মায়াঙ্ক।

ইয়াসিন ভটকলের মৃত্যুদণ্ড।

ইয়াসিন ভটকলের মৃত্যুদণ্ড।

হায়দ্রাবাদের দিলসুকনগরের বিস্ফোরণের ঘটনায় আগেই ইয়াসিন ভটকল সহ ৫ জনকে দোষী সাব্যস্ত করে এনআইএ স্পেশ্যাল আদালত। আজ দোষীদের মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করা হল।

রোহিত শর্মা

এক ভিডিওতে রোহিত শর্মা লিখেছেন, 'জানি না শেষ কবে ঘরে থেকে ঘর পরিষ্কার করেছি। এখন কোয়ারেন্টাইন পিরিয়ড। আমাদের সবাইকেই এখন ঘরে থাকতে হবে। আর ঘরে থাকা মানেই বোর হওয়া নয়। আমি ২ ঘন্টা ধরে ঘর পরিষ্কার করেছি। তারপর বুঝেছি, ঘর পরিষ্কার করা এত সহজ কাজ নয়।'

রাজারহাটের শ্লীলতাহানি ঘটনায় গ্রেফতার

রাজারহাটের শ্লীলতাহানি ঘটনায় গ্রেফতার

রাজারহাটে ওলা ক্যাবে নাবালিকার শ্লীলতাহানির ঘটনায় রবিবার রাতে অভিযুক্ত চালক রকিকে গ্রেফতার করল পুলিশ। রাতভর তল্লাসি চালিয়ে চালিয়ে রবিবার রাতে বিমানবন্দর এলাকা থেকে গ্রেফতার করা হলে রকিকে। আজ তাকে বারাসত আদালতে তোলা হবে।

ধাওয়ানের পোস্ট

ছেলের সঙ্গে বক্সিং প্র্যাকটিসের পাশাপাশি অন্য ভিডিওতে বাড়িতে ঘর পরিষ্কারের মজার ভিডিও পোস্ট করেছেন ধাওয়ান। যেখানে স্ত্রী আয়েশা ফোনে ব্যস্ত আর ধাওয়ান কাপড় কাচা ও শৌচাগার পরিষ্কার করে চলেছেন, এই ভিডিও পোস্ট করেছেন ধাওয়ান।

দেশদ্রোহের অভিযোগে গ্রেফতার সাহিত্যিক

দেশদ্রোহের অভিযোগে গ্রেফতার সাহিত্যিক

ফেসবুকে জাতীয় সঙ্গীতের অপমান করার অভিযোগ উঠল মালায়লম লেখক এবং থিয়েটার ব্যক্তিত্ব কমল সি চাভারার বিরুদ্ধে। রবিবারে দেশদ্রোহের অভিযোগে গ্রেফতার করা হল তাকে।

জলপাইগুড়িতে জখম জওয়ান ও স্ত্রী

জলপাইগুড়িতে জখম জওয়ান ও স্ত্রী

জলপাইগুড়ির মালবাজারে বেপরোয়া পুলিশ ভ্যানের ধাক্কায় মৃত্যু এক জওয়ানের। জখম হন জওয়ানের স্ত্রীও। এই ঘটনায় উত্তেজনা ছড়ায় এলাকায়। পুলিশ ভ্যানে আগুন লাগিয়ে দেয় উত্তেজিত জনতা। গ্রেফতার করা হয় ভ্যান-চালককে। জলপাইগুড়ির পুলিশ সুপার তদন্তের নির্দেশ দিয়েছেন।

উলুবেড়িয়ায় আগুনে পুড়ে ছাই থার্মোকলের কারখানা

উলুবেড়িয়ায় আগুনে পুড়ে ছাই থার্মোকলের কারখানা

হাওড়ার উলুবেড়িয়ার তুলসিবেড়িয়া ভায়বহ আগুনে পুড়ে ছাই থার্মোকলের কারখানা। হিট চেম্বার বিস্ফোরণে আগুন ছড়িয়ে পড়ে। পর পর কয়েকটি বিস্ফোরণের শব্দে কঁেপে ওঠে এলাকা। দমকলের তিনটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চালাচ্ছে। কারখানার একাংশ ভেঙে পড়ে।

করুণ নায়ারের ৩০০

করুণ নায়ারের ৩০০

ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিমধ্যে ৩-০ ব্যবধানে টেস্ট সিরিজ জেতা হয়ে গিয়েছে ভারতের। এই অবস্থায় চেন্নাইয়ে পঞ্চম টেস্ট শুধু নিয়মরক্ষার হয়ে দাঁড়িয়েছিল। সেই ম্যাচে এক ইনিংসে ৩০০ করলেন ত্রিশতরান।

English summary
Cricketer Mayank Agarwal turns Chef in CoronaVirus 21 days Lockdown
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X