For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দাদা থেকে সেওয়াগ, পূজোর শুভেচ্ছাবার্তা দিলেন ক্রিকেটাররা - দেখুন কে কী বলছেন

বহু ক্রিকেটার টুইটারে শুভ নবরাত্রি বা শুভ পূজা কামনা করেছেন।
 

Google Oneindia Bengali News

তাদের কাউকে সারা বছর দেখা যায় ব্য়াট-বল নিয়ে খটাখট করে যেতে। কেউ কেউ ব্যাট-বল তুলে রাখলেও ক্রিকেটের পরিমণ্ডলেই রয়ে গিয়েছেন। কিন্তু পূজোর কটাদিন আপাতত তারাও সবুজ গালিচা ছেড়ে পূজোর আনন্দে মেতেছেন।

সেই সঙ্গে তাদের সমর্থক ও সবাইকে পূজো বা নবরাত্রীর শুভেচ্ছাও জানিয়েছেন। দেখে নেওয়া যাক কে কী বললেন টুইটারে।

সৌরভ গঙ্গোপাধ্যায়

খেলোয়াড় জীবনে পূজোর সময় কলকাতায় থাকার সুযোগ কমই মিলত সৌরভ গঙ্গোপাধ্যায়ের। কিন্তু বরাবরই সবাই জানে ঢাক বাজাতে ভালবাসেন তিনি। পূজোয় আর পাঁচজন বাঙালীর মতোই আনন্দে নেচে ওঠে তাঁর মনও। অবরের পর এখন তিনি ক্রিকেট র্কতা। তবু পূজোর কটাদিন ব্যস্ততা ছেড়ে তিনি প্যান্ডেলেই কাটাচ্ছেন। একেবারে বাঙালি পোষাকে প্যান্ডেল থেকেই তাঁর অগণিত ভক্তদের তিনি পূজোর শুভেচ্ছা জানিয়েছেন।

বীরেন্দ্র সেওয়াগ

মা দুর্গার অসুর নিধনের ভঙ্গীতেই একের পর এক বোলারদের 'নিধন' করতেন বিরু। একটি চমতকার চিত্রসহ বীরেন্দ্র সেওয়াগ মায়ের আশীর্বাদকে উদযাপন করার বার্তা দিয়েছেন।

ভিভিএস লক্ষ্মণ

ইডেনের বুকে একেবারে ইনিংস হারের মুখ থেকে দুর্দান্ত দ্বিশতরান করে কলকাতা তথা ভারতবাসীর মুখে হাসি ফুটিয়েছিলেন লক্ষ্ণণ। অবশ্য ওই একবারই নয়, বহুবারই ভারত বিপদে পড়লে মিড অর্ডারে রুখে দাঁড়িয়ে দুর্দশা দূর করতে দেখা গিয়েছে তাঁকে। তিনি কামনা করেছেন যাতে শুধু ক্রিকেট মাঠেই নয় তার বাইরের বৃহত্তর মাঠটাতেও সবার দুঃখ দূর হয়ে খুশি আর সম্বৃদ্ধি নেমে আসে।

যুবরাজ সিং

নবরাত্রির পবিত্র সময়ে সকলের জন্য শান্তি, ভালবাসা, আনন্দ ও সম্বৃদ্ধি কামনা করেছেন ভারতের ক্রিকেটের যুবরাজ।

হার্দিক পাণ্ডিয়া

চোটের জন্য এশিয়া কাপের দল থেকে ছিটকে গিযেছিলেন হার্দিক। অস্ট্রেলিয়া সফরেই তাঁর দলে ফেরার কথা। এক ভিডিও বার্তায় তিনিও সবাইকে নবরাত্রির শুভেচ্ছা জানিয়েছেন।

সুরেশ রায়না

উৎসবের দিনগুলোতে রঙিন আনন্দে ভরে উঠুক সবার জীবন, এটাই চেয়েছেন মিডল অর্ডার ব্যাটসম্যান সুরেশ রায়না।

মনোজ তিওয়ারি

বাংলার এই অন্যতম সেরা ব্যাটসম্য়ান কামনা করেছএন যাতে মা দুর্গার আশীর্বাদ সবার উপর বর্ষিত হয়।

আর পি সিং

মা দুর্গা সবাইকে আশীর্বাদ করুন ও রক্ষা করুন এমন কামনাই করেছেন ক্রিকেট থেকে সদ্য অবসর নেওয়া ক্রিকেটার আর পি সিং।

English summary
Lots of cricketers have wished happy navratri or happy puja on twitter.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X