For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইউসুফ-উইলিয়ামসনের দাপুটে ব্যাটিংও হার আটকাতে পারল না হায়দারাবাদের

দুরন্ত লড়েও হেরেই মাঠ ছাড়তে হল সানরাইজার্স হায়দরাবাদকে। চেন্নাই সুপার কিংসে কাছে ৪ রানে হারতে হল এসআরএইচকে। ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন অম্বাতি রায়াডু।
 

  • By Koushik Chakraborty
  • |
Google Oneindia Bengali News

রবিবাসরীয় আইপিএলের প্রথম ম্যাচে ৪ রানে চেন্নাই সুপার কিংসের কাছে হেরে গেল সানরাইজার্স হায়দরাবাদ। অধিনায়ক কেন উইলিয়ামসন এবং ইউসুফ পাঠানের ঝোড়ো ব্যাটিংও জয়ের রাস্তা দেখাতে পারল না হায়দরাবাদকে। ঘরের মাঠে এ দিন টসে জিতে ব্যাটিংয়ে সিদ্ধান্ত নেন সানরাইজার্সের অধিনায়ক কেন উইলিয়ামসন।

ইউসুফ-উইলিয়ামসনের দাপুটে ব্যাটিংও হার আটকাতে পারল না হায়দারাবাদের

কিন্তু উইলিয়ামসনের এই সিদ্ধান্তই বুমেরং হয়ে ফিরে আসে তাঁর কাছে। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে তিন উইকেট হারিয়ে ১৮২ রান তোলে চেন্নাই সুপার কিংস। চেন্নাইয়ের হয়ে দুরন্ত ব্যাটিং করেন অম্বাতি রায়াডু। ৩৭ বলে ৭৯ রানের ইনিংস খেলেন তিনি। রায়াডুর ইনিংসটি সাজানো ছিল ৯টি চার এবং ৪টি ছয় দিয়ে।

অন্য দিকে, রায়াডুকে যোগ্য সঙ্গত দেন বিস্ফোরক বাঁ হাতি ব্যাটসম্যান সুরেশ রায়না। ৪৩ বলে ৫৪ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। ৫টি চার এবং ২টি ছয় দিয়ে সাজানো ছিল রায়নার ইনিংস।
শুধু রায়না বা রায়াডুই নন, এ দিন সিএসকের হয়ে শেষের দিকে গুরুত্বপূর্ণ ১২ বলে ২৫ রানের ইনিংস খেলেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

গত ম্যাচে সেঞ্চুরি করা শেন ওয়াটশন রান পাননি এই দিনের ম্যাচে। মাত্র ৯ রান করে প্যাভিলিয়নে ফেরেন তিনি। রান পাননি ইমরান তাহিরের বদলে দলে সুযোগ পাওয়া ফাফ দু'প্লেসিও। ১১ রান করে প্যাভিলিয়নে ফেরেন এই প্রোটিয়া ক্রিকেটার।

সানরাইজার্সের হয়ে একটি করে উইকেট নেন রশিদ খান এবং ভুবনেশ্বর কুমার। তবে উইকেট পেলেও এ দিন ভাল বল করতে পারেননি রশিদ খান।

চেন্নাইয়ের দেওয়া ১৮৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাঁচ ওভারের মধ্যেই তিন উইকেট হারিয়ে ফেলে সানরাইজার্স হায়দরাবাদ। অভিষেক হওয়া রিকি ভুই ফেরেন শূন্য। রিকির মতো রানের খাতা না খুলেই প্যাভিলিয়নে ফেরেন মনীশ পাণ্ডেও। ১ রান করে আউট হন দীপক হুডা।

এই পরিস্থিতিতে সানরাইজার্স ব্যাটিং লাইনআপের হাল ধরেন দলের অধিনায়ক কেন উইলিয়ামসন এবং সাকিব আল হাসান। সাকিব ২৪ রানে আউট হলে ব্যাট হাতে উইলিয়ামসনকে নির্ভরতা দেন ইউসুফ পাঠান। ৫১ বলে ৮৪ রানের ইনিংস খেলেন উইলিয়ামসন। তাঁর ইনিংসটি সাজানো ছিল ৫টি চার এবং ৫টি ছয় দিয়ে।

৪৫ রান করে উইলিয়ামসনকে যোগ্য় সঙ্গত দেন ইউসুফ পাঠান। চারটি ছয় এবং একটি চার দিয়ে ইনিংসটি সাজানো ছিল তাঁর। কিন্তু এই দুই তারকার দুরন্ত লড়াই সত্তেও হার মানতে হল সানরাইজার্স হায়দারাবাদকে।

শেষের দিকে রশিদ খান ৪ বলে ১৭ রানের ইনিংস খেললেও তা যথেষ্ট ছিল না দলকে জয় এনে দেওয়ার জন্য।
চেন্নাইয়ের হয়ে এ দিন দৃষ্টি নন্দন বোলিং করেন দীপক চাহার। তিনটি উইকেট পান তিনি। একটি করে উইকেট পান শার্দূল ঠাকুর, কর্ণ শর্মা, ডোয়েন ব্রাভো।

English summary
SRH failed to win against CSK in their home ground. In spite of brave innings of Williamson and pathan they lost the game.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X