For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএলের জন্য চেন্নাই-তে প্রস্তুতিতে এমএস ধোনি, কবে জানতে উদগ্রীব দেশ

আইপিএলের জন্য চেন্নাই-তে প্রস্তুতিতে এমএস ধোনি, কবে জানতে উদগ্রীব দেশ

  • |
Google Oneindia Bengali News

প্রায় সাত মাস ক্রিকেটের বাইরে থাকা লেজেন্ড মহেন্দ্র সিং ধোনিকে এবার নেটে ব্যাট হাতে দেখা যাবে। সূত্রের খবর, আইপিএল শুরুর অনেক আগেই প্রস্তুতি নেমে পড়ছেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক। ঝালিয়ে নেবেন নিজের ট্রেডমার্ক হেলিকপ্টার হিট। সেই মাহেন্দ্রক্ষণ কবে, তা জানতে উদগ্রীব দেশবাসী।

মুম্বইয়ে কংগ্রেসের বিক্ষোভ

মুম্বইয়ে কংগ্রেসের বিক্ষোভ

হাজারো কংগ্রেস সমর্থক মুম্বইয়ের রাস্তায় নেমে নোট বাতিলের কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন। সেরাজ্যে বিজেপি ক্ষমতায় থাকলেও কংগ্রেসের সমর্থকেরা পথে নেমে সোচ্চার হন।

আইপিএলে চেন্নাই-র প্রথম ম্যাচ

আইপিএলে চেন্নাই-র প্রথম ম্যাচ

আগামী ২৯ মার্চ শুরু হচ্ছে চলতি বছরের আইপিএল। প্রথম ম্যাচেই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলতে নামছে গত বারের রানার্স চেন্নাই সুপার কিংস। ম্যাচ ঘিরে এখন থেকেই চড়ছে পারদ।

কলকাতায় তৃণমূলের প্রতিবাদ

কলকাতায় তৃণমূলের প্রতিবাদ

রাজ্যে বামেরা পথে নেমে প্রতিবাদ জানিয়ে বনধ ডেকেছে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাম ও কেন্দ্র উভয় পক্ষের বিরুদ্ধেই এদিন পথে নেমেছিলেন। বামেরা রাজ্যকে বনধ ডেকে অচল করে দিতে চাইছে। তা ব্যর্থ করতে ও কেন্দ্রের নোট বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদ জানাতে বাংলার মুখ্যমন্ত্রী কলকাতার জনপথে মিছিল করেন।

ধোনির অগ্নিপরীক্ষা

ধোনির অগ্নিপরীক্ষা

২০১৯-র বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে ভারতের হয়ে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন দেশের সর্বকালের সেরা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে। এরপর তিনি ক্রিকেট থেকে কার্যত সন্ন্যাস নেন। ফের কবে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন কিংবা আদৌ তাঁকে আর টিম ইন্ডিয়ার জার্সিতে দেখা যাবে কিনা, সে প্রশ্নই ঘুরছে দেশের ক্রিকেট মহলে। এই পরিস্থিতিতে আইপিএলে সিএসকে অধিনায়কের পারফরম্যান্সের দিকে তাকিয়ে থাকবে দেশ তথা বিশ্ব।

সভা করে প্রধানমন্ত্রী মোদীকে আক্রমণ মমতার

সভা করে প্রধানমন্ত্রী মোদীকে আক্রমণ মমতার

এদিন কলকাতার জনপথে হেঁটে পরে মঞ্চ বেঁধে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন মমতা। জানিয়েছেন, তিনি বাঁচুন অথবা মরুন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রাজনীতি থেকে দূরে পাঠিয়েই ছাড়বেন। তিনি বলেন, বলেন, সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে। কিন্তু সেকথা কানেই তুলছেন না প্রধানমন্ত্রী। বাজার থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্র আক্রান্ত, তবে প্রধানমন্ত্রীর তাতে থোড়াই কেয়ার করছেন।

সিএসকে-র প্রস্তুতি শিবির

সিএসকে-র প্রস্তুতি শিবির

চেন্নাই সুপার কিংসের সিইও কেএস বিশ্বনাথন জানিয়েছেন যে আইপিএল শুরু হওয়ার ঠিক দশ দিন আগে অর্থাৎ ১৯ মার্চ চিপকে প্রস্তুতি শিবিরে যোগ দেবেন দলের ক্রিকেটাররা। সেই সময় বিদেশি ক্রিকেটাররাও দলের সঙ্গে যোগ দেবেন বলে জানিয়েছেন বিশ্বনাথন।

কেরলে কংগ্রেসের বিক্ষোভ

কেরলে কংগ্রেসের বিক্ষোভ

কেরলে সিপিএম সরকার কেন্দ্রের নোট বাতিলের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে। এদিন কংগ্রেস নেতারাও মুখে কালো কাপড় বেঁধে নোট বাতিলের সিদ্ধান্ত ও নরেন্দ্র মোদীর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন।

ধোনির প্রস্তুতি শুরু আগে

ধোনির প্রস্তুতি শুরু আগে

গোটা দলের প্রস্তুতি ১৯ মার্চ শুরু হলেও সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি আগে চিপকে পৌঁছবেন বলে জানিয়েছেন চেন্নাই সুপার কিংসের সিইও কেএস বিশ্বনাথন। বলেছেন, আগামী ২ মার্চ চেন্নাই-তে প্রস্তুতি শুরু করবেন মাহি। তাঁর সঙ্গে সুরেশ রায়না ও আম্বাতি রায়ডুও প্রস্তুতিতে নামবেন বলে জানিয়েছেন চেন্নাই সুপার কিংসের সিইও কেএস বিশ্বনাথন।

বেঙ্গালুরুতে কংগ্রেসের বিক্ষোভ

বেঙ্গালুরুতে কংগ্রেসের বিক্ষোভ

বেঙ্গালুরু শহরের কংগ্রেস কর্মী-সমর্থকেরা শহরের টাউন হলের সামনে হাতে প্ল্যাকার্ড নিয়ে কেন্দ্র সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন।

সিএসকে

সিএসকে

এই আইপিএলের নিলামে বেশকিছু নতুন ক্রিকেটারকে কিনেছে চেন্নাই সুপার কিংস। তাঁদের মধ্যে অন্যতম ভারতীয় লেগ স্পিনার পীয়ূষ চাওলা, অস্ট্রেলিয়ার পেসার জোস হ্যাজেলউড ও ইংল্যান্ডের অল রাউন্ডার সাম কুরান।

নয়াদিল্লিতে আম আদমি পার্টির বিক্ষোভ

নয়াদিল্লিতে আম আদমি পার্টির বিক্ষোভ

আক্রোশ দিবসে কেন্দ্রের নোট বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে সভা করে ক্ষোভ উগরে দিয়েছেন দিল্লির ক্ষমতায় থাকা আম আদমি পার্টির নেতারাও। এমনকী এই সিদ্ধান্ত ফিরিয়ে নিতে হবে বলেও দাবি করেছেন তাঁরা।

হায়দ্রাবাদে কংগ্রেসের বিক্ষোভ

হায়দ্রাবাদে কংগ্রেসের বিক্ষোভ

অন্ধ্রপ্রদেশের হায়দ্রাবাদেও কংগ্রেস নেতা-কর্মীরা পথে নেমে আক্রোশ দিবসে কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন। সরকারি এই সিদ্ধান্ত ও সরাসরি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তাঁরা।

English summary
CSK captain Mahendra Singh Dhoni will start training from March 2 for IPL
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X