For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সানরাইজার্স হায়দরাবাদের সামনে ১৮৩ রানের লক্ষ্য রাখল সিএসকে

টসে হেরে প্রথমে ব্যাট করে ৪ উইকেট হারিয়ে ১৮২ রান তুলল চেন্নাই সুপার কিংস। মূলত অম্বতি রায়াডুর ঝোড়ো ব্যাটিংয়ের উপর নির্ভর করে ১৮০ রানের গণ্ডি টুকায় সিএসকে। ৩৭ বলে ৭৯ রানের ইনিংস খেলেন তিনি।

  • By Koushik Chakraborty
  • |
Google Oneindia Bengali News

সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে টসে হেরে প্রথমে ব্যাট করে ৪ উইকেট হারিয়ে ১৮২ রান তুলল চেন্নাই সুপার কিংস। মূলত অম্বতি রায়াডুর ঝোড়ো ব্যাটিংয়ের উপর নির্ভর করে ১৮০ রানের গণ্ডি টপকায় সিএসকে। ৩৭ বলে ৭৯ রানের ইনিংস খেলেন তিনি। রায়াডুর ইনিংসটি সাজানো ছিল ৯টি চার এবং ৪টি ছয় দিয়ে। স্ট্রাইক রেট ছিল ২১৩.৫১।

সানরাইজার্স হায়দরাবাদের সামনে ১৮৩ রানের লক্ষ্য রাখল সিএসকে

[আরও পড়ুন: টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত হায়দরাবাদের, চমক দুই দলের প্রথম একাদশেও][আরও পড়ুন: টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত হায়দরাবাদের, চমক দুই দলের প্রথম একাদশেও]

অন্য দিকে, রায়াডুকে যোগ্য সঙ্গত দেন বিস্ফোরক বাঁ হাতি ব্যাটসম্যান সুরেশ রায়না। ৪৩ বলে ৫৪ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। ৫টি চার এবং ২টি ছয় দিয়ে সাজানো ছিল রায়নার ইনিংস।
শুধু রায়না বা রায়াডুই নন, এ দিন সিএসকের হয়ে শেষের দিকে গুরুত্বপূর্ণ ১২ বলে ২৫ রানের ইনিংস খেলেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

গত ম্যাচে সেঞ্চুরি করা শেন ওয়াটশন রান পাননি এই দিনের ম্যাচে। মাত্র ৯ রান করে প্যাভিলিয়নে ফেরেন তিনি। রান পাননি ইমরান তাহিরের বদলে দলে সুযোগ পাওয়া ফাফ দু'প্লেসিও। ১১ রান করে প্যাভিলিয়নে ফেরেন এই প্রোটিয়া ক্রিকেটার।

অপর দিকে, সানরাইজার্স হায়দরাবাদের হয়ে এই ম্যাচে একটি করে উইকেট পান রশিদ খান এবং ভুবনেশ্বর কুমার। একটি উইকেট আসে রান আউট হিসেবে। ৩ ওভারে ২২ রান খরচ করে এক উইকেট পান ভুবি। ভারতীয় দলের এই তারকা পেসার বেশি রান খরচ না করলেও গত ম্যাচের মতো এই ম্যাচেও বহু রান খরচ করেন তরুণ লেগ স্পিনার রশিদ খান। আফগানিস্তানের এই স্পিনার একটি উইকেট নিলেও ৪ ওভারে খরচ করেন ৪৯ রান।

English summary
CSK set target of 183 runs for SRH. Ambati Rayudu and Suresh Raina played outstanding innings thats why CSK achieved that mark.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X