For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিদেশি ক্রিকেটার ছাড়া আইপিএল! কী মত ধোনির চেন্নাই সুপার কিংসের?

বিদেশি ক্রিকেটার ছাড়া আইপিএল! কী মত ধোনির চেন্নাই সুপার কিংসের?

  • |
Google Oneindia Bengali News

করোনা কেড়ে নিয়েছে আইপিএল। টুর্নামেন্টের ভবিষ্যৎ এখন বিশ বাঁও জলে। করোনা ধাক্কায় অনির্দিষ্টকালের জন্যে স্থগিত মিলিয়ন ডলার লিগ। এই পরিস্থিতিতে বিদেশি ক্রিকটার ছাড়া আইপিএল হওয়া নিয়ে মন্তব্য করল সিএসকে।

আইপিএল নাকি ঘরোয়া লিগ! ধরতে পারবেন না!

আইপিএল নাকি ঘরোয়া লিগ! ধরতে পারবেন না!

বিদেশি ক্রিকেটারদের বাদ দিয়ে শুধু ভারতীয়দের নিয়ে আইপিএল টুর্নামেন্ট হলে, সেটা ঘরোয়া ক্রিকেটে মুস্তাক আলি টি-টোয়েন্টির মতো টুর্নামেন্ট হয়ে যাবে। আইপিএলের তিনবারের চ্যাম্পিয়ন ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংস এমনটাই মনে করছে।

ধোনির চেন্নাই সুপার কিংসের মত কী?

ধোনির চেন্নাই সুপার কিংসের মত কী?

চেন্নাই সুপার কিংসের এক কর্তা বলেছেন, 'শুধুমাত্র ভারতীয় ক্রিকেটারদের নিয়ে আইপিএল হলে, দর্শকদের তা দেখার জন্যে মোটেও আগ্রহ থাকবে না। সিএসকেও এমন টুর্নামেন্ট খেলতে কোনও ভাবেই আগ্রহী নয়। এ ভাবে টুর্নামেন্ট করলে আইপিএল তখন একটা মুস্তাক আলি ট্রফির মতোই হয়ে যাবে।'

কেন বিদেশি ক্রিকেটারদের ছাড়া আইপিএলের সম্ভবনা

কেন বিদেশি ক্রিকেটারদের ছাড়া আইপিএলের সম্ভবনা

বিদেশের কিছু জায়গায় করোনা পরিস্থিতির লকডাউন শিথিল হলেও ভারতে এখন লকডাউন চলছে। মঙ্গলবার দেশের প্রধানমন্ত্রী চতুর্থ দফার লকডাউনের পক্ষে মত দিয়েছেন। এই পরিস্থিতিতে পরবর্তী সময়ে আইপিএল হলেও বিদেশে যোগাযোগ ততদিনে স্বাভাবিক হবে কিনা, বলা মুশকিল। সেই সঙ্গে বিদেশ থেকে ক্রিকেটাররা এলে তাঁদের ১৪ দিনের কোয়ারেন্টাইনে রাখার সম্ভাবনাও থাকছে।

বোর্ড এই নিয়ে কোনও আলোচনা করেনি

বোর্ড এই নিয়ে কোনও আলোচনা করেনি

সিএসকে কর্তা আরও জানিয়েছেন, ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে বিদেশহীন আইপিএল নিয়ে অবশ্য ফ্র্যাঞ্চাইজিগুলোর বিস্তারিত ভাবে কোনও কথা হয়নি।

বিদেশিহীন হলে আর্থিক ক্ষতি

বিদেশিহীন হলে আর্থিক ক্ষতি

বিদেশি ছাড়া আইপিএল ম্যাড়ম্যাড়ে হওয়ার পাশাপাশি আর্থিক ভাবেও লোকসানের মুখে পড়বে মনে করেছেন চেন্নাই কর্তা। তাই বিদেশি-হীন আইপিএলে নিয়ে সিএকের মত নেই বলে তিনি পরিষ্কার করে দেন।

এবছরই আইপিএল হবে, আশায় চেন্নাই কর্তা

এবছরই আইপিএল হবে, আশায় চেন্নাই কর্তা

চেন্নাইয়ে ঐ কর্তা এবছরই আইপিএল হওয়ার আশা রাখছেন। এশিয়া কাপ বা বিশ্বকাপ করোনার কারণে পিছিয়ে গেলে সেই ক্রিকেটসূচিতে আইপিএল হতে পারে বলে চেন্নাই কর্তা মনে করেন।

এমএস ধোনিকেই সর্বকালের সেরা ফিনিশার বললেন টিম ইন্ডিয়ার বিতর্কিত প্রাক্তন কোচএমএস ধোনিকেই সর্বকালের সেরা ফিনিশার বললেন টিম ইন্ডিয়ার বিতর্কিত প্রাক্তন কোচ

English summary
CSK reject Ipl 2020 plan with only Indian players, say will be similer to Syed Mushtaq Ali Trophy
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X