For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনার জেরে তীব্র আর্থিক ক্ষতি সিএসকে-র, কী বলছে ধোনির দলের বাজার দর

করোনার জেরে তীব্র আর্থিক ক্ষতি সিএসকে-র, কী বলছে ধোনির দলের বাজার দর

  • |
Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের ভয়াবহ প্রভাব পড়েছে ক্রিকেট দুনিয়ায়। আতঙ্কে স্থগিত করে দেওয়া হয়েছে আইপিএল। টুর্নামেন্ট আদৌ হবে কিনা, তা নিয়ে সন্দেহ দানা বেঁধেছে। এমতাবস্থায় তীব্র আর্থিক ক্ষতির মুখে পড়তে চলেছে লেজেন্ড মহেন্দ্র সিং ধোনির দল চেন্নাই সুপার কিংস। কীভাবে তা জেনে নিন।

করোনার প্রভাব

করোনার প্রভাব

বিশ্বে নোবেল করোনা ভাইরাসের বলি হয়েছেন ৪২ হাজারেরও বেশি মানুষ। আক্রান্তের সংখ্যা সাড়ে আট লক্ষ ছাড়িয়েছে। ভারতে ৫০ জনেরও বেশি মানুষ করোনায় প্রাণ হারিয়েছেন। আক্রান্তের সংখ্যা প্রায় ষোলোশো। পরিস্থিতির সঙ্গে মোকাবিলায় দেশব্যাপী লকডাউন জারি করেছে কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথা মতো ঘরবন্দিই রয়েছেন সাধারণ মানুষ থেকে সেলেব্রিটি এবং ক্রীড়া ব্যক্তিত্বরা। ১৪ এপ্রিল পর্যন্ত জারি থাকবে এই নিষেধাজ্ঞা।

আইপিএল

আইপিএল

২৯ মার্চ থেকে শুরু হওয়ার কথা ছিল আইপিএল। করোনার জন্য টুর্নামেন্ট স্থগিত করে দেওয়া হয়েছে। ১৫ এপ্রিল টুর্নামেন্ট শুরুর নির্ধারিত দিন ধার্য হয়েছে। কিন্তু পরিস্থিতি যেদিকে যাচ্ছে, তাতে ওই সময়ের মধ্যেও আইপিএল শুরু করা যাবে কিনা, তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে।

বিসিসিআই-র ভাবনা

বিসিসিআই-র ভাবনা

উদ্ভুত পরিস্থিতিতে তিন রকমের ভাবনা মাথায় ঘুরছে বিসিসিআই-র। করোনা ভাইরাসের প্রভাব না কমলে চলতি বছরের জুলাই-অগাস্টে হতে পারে আইপিএল। চলতি বছরের অক্টোবর মাসে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হওয়ার কথা টি-টোয়েন্টি বিশ্বকাপ। মারণ ভাইরাসের জেরে সেই টুর্নামেন্ট পিছিয়ে ২০২১-এ অনুষ্ঠিত হতে পারে। সেই স্থানে হতে পারে আইপিএল। আগামী সেপ্টেম্বরে এশিয়া কাপ না হলে, তার পরিবর্তে আইপিএল হতে পারে।

ক্রিকেটারদের বেতন

ক্রিকেটারদের বেতন

করোনা ভাইরাসের কারণে আইপিএল না হলে তুমুল আর্থিক ক্ষতির আশঙ্কা করছে বিসিসিআই। চওড়া লোকসানের মুখে পড়বে টুর্নামেন্টের ফ্রাঞ্চাইজিগুলি। খেলা না হলে ক্রিকেটারদের বেতন নাও দেওয়া হতে পারে বলে সূত্রের খবর। তীব্র আর্থিক মন্দার জেরে বিসিসিআই ঘরোয়া ক্রিকেটারদের বেতনও কেটে নিতে পারে বলে জানানো হয়েছে।

২০১৯-র হিসেব

২০১৯-র হিসেব

২০১৯-র আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। ওই মরশুমে রোহিত শর্মার দলের দরও (৮০৯ কোটি) ছিল সর্বাধিক। ৭৩২ কোটি টাকার চেন্নাই সুপার কিংস ছিল তালিকার দ্বিতীয় স্থানে। ৬২৯ কোটি টাকার কলকাতা নাইট রাইডার্স ছিল তালিকার তৃতীয় স্থানে।

আচমকা পতন

আচমকা পতন

বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে দুই মাস আগেও চেন্নাই সুপার কিংসের দর এক হাজারে পৌঁছে গিয়েছিল। তখন সিএসকে-র অতালিকাভূক্ত শেয়ারের দর ছিল ৩০ টাকা। কিন্তু করোনা ভাইরাসের ভয়াবহ প্রভাবে বাজারে মন্দা দেখা দিয়েছে। স্থগিত করা হয়েছে আইপিএল-ও। এই পরিস্থিতিতে সিএসকে-র অতালিকাভূক্ত শেয়ারের দর ২৪ টাকায় নেমে গিয়েছে বলে জানানো হয়েছে। সবমিলিয়ে শেষ দুই মাসে ধোনির দলের মোট অতালিকাভূক্ত শেয়ার ২০০ কোটি টাকা পড়েছে বলে জাননো হয়েছে।

English summary
CSK's market value has been droped amid coronavirus pandemic
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X