For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কবে আমিরশাহী উড়ে যাচ্ছে চেন্নাই? রওনার আগে সিএসকের চেন্নাইতে শিবির করায় কি অনুমতি মিলল?

কবে আমিরশাহী উড়ে যাচ্ছে চেন্নাই? রওনার আগে সিএসকের চেন্নাইতে শিবির করায় কি অনুমতি মিলল?

  • |
Google Oneindia Bengali News

দুবাই রওনা আগে চেন্নাইতে শিবির করতে চেয়েছিল সিএসকে। হ্যাঁ, দলের সূত্রে এমনই জানা গিয়েছে। বোর্ডের পক্ষ থেকে ২০ অগাস্টের পর থেকে ফ্র্যাঞ্চাইজিগুলিকে আমিরশাহী উড়ে যাওয়ার জন্য বলা হয়েছে। বিদেশে আইপিএল খেলতে যাওয়ার আগে তাই ঘরের মাঠে কিছুটা প্রস্তুতি সেরে নিতে চেয়েছিল চেন্নাই।

চেন্নাইয়ে প্রস্তুতির আবেদন খারিজ

চেন্নাইয়ে প্রস্তুতির আবেদন খারিজ

জানা গিয়েছে চেন্নাই ফ্র্যাঞ্চাইজি চেন্নাইতে ৪ থেকে ৫ দিনের শিবির করতে চেয়েছিল। কিন্তু দেশে করোনা ভাইরাসের উদ্বেগকে মাথায় রেখে তামিলনাড়ু সরকার তা নাকচ করে দিয়েছে।

কী নিয়ে ইউএই কর্তাদের কাছে লিখিত আবেদন সিএসকের

কী নিয়ে ইউএই কর্তাদের কাছে লিখিত আবেদন সিএসকের

২১ অগাস্ট প্রাইভেট বিমান দুবাই উড়ে যাবে চেন্নাই দল। আমিরশাহী পৌঁছেই যাতে দল প্রস্তুতিতে নেমে পড়তে পারে সেই নিয়ে সিএসকে ইউএই কর্তাদের কাছে লিখিত আবেদন জানিয়েছে। নিজেদের মধ্যে প্র্যাকটিসের পাশাপাশি পরিবেশের সঙ্গে দ্রুত মানিয়ে নিয়ে আমিরশাহীর কয়েকটি স্থানীয় ক্রিকেট দলের বিরুদ্ধে খেলার পরিকল্পনা করেছে।

চেন্নাই কত জন ক্রিকেটার নিয়ে যেতে চায়

চেন্নাই কত জন ক্রিকেটার নিয়ে যেতে চায়

বোর্ডের পক্ষ থেকে প্রতিটি দলে ২৪ জন ক্রিকেটার নিয়ে যাওয়া নিয়ে জানানো হয়েছে। আমিরশাহীতে কেউ অসুস্থ হলে তাঁকে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। সেই কারণে চেন্নাই ২৪ এর বদলে ৩০ জনের দল নিয়ে যেতে চাইছে।

বিদেশি ক্রিকেটারদের দলে পাওয়া নিয়ে চেন্নাইয়ে সমস্যা

বিদেশি ক্রিকেটারদের দলে পাওয়া নিয়ে চেন্নাইয়ে সমস্যা

আইপিএলের আগে ১৮ অগাস্ট থেকে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ শুরু। ১০ সেপ্টেম্বর টুর্নামেন্ট ফাইনাল রয়েছে। চেন্নাইয়ের বিদেশি ক্রিকেটার যারা সিপিএল খেলবেন, তারা টুর্নামেন্টের ফাইনাল খেলে আমিরশাহী পৌঁছে ১৪ দিনের কোয়ারেন্টানে থেকে তারপর দলে যোগ দিতে পারবেন। শুরুর দিকে সেক্ষেত্রে কয়েকজন বিদেশি ক্রিকেটারদের পাওয়া যাবে না ধরে নিয়ে এগোতে পারে সিএসকে।

করোনা ধাক্কায় পিছিয়েছে বিশ্বকাপ, ২০২২ লক্ষ্য ঝুলন-মিতালিদেরকরোনা ধাক্কায় পিছিয়েছে বিশ্বকাপ, ২০২২ লক্ষ্য ঝুলন-মিতালিদের

English summary
Csk set to fly for ipl 2020 on 21 august, likely to train in Chennai before flying out
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X