For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএলে এক একটি বিভাগে পুরস্কার মূল্য কত জানেন! জেনে নিন এখুনি


 আইপিএল শেষে দলগুলি ও খেলোয়াড়রা অনেক পুরস্কার ও সম্মাননা পাবেন। কোন কোন পুরস্কারে কত অর্থমূল্য তা জেনে নেওয়া যাক একনজরে।

  • |
Google Oneindia Bengali News

৫০দিনের রোমাঞ্চকর টুর্নামেন্ট অবশেষে শেষ হতে চলেছে ফাইনালের মধ্যে দিয়ে। চেন্নাই সুপার কিংস ও সানরাইজার্স হায়দরাবাদ বাকী দলগুলিকে হারিয়ে ফাইনালে উঠেছে। চেন্নাই তৃতীয়বার ও হায়দরাবাদ দ্বিতীয়বার কাপ জয়ের লক্ষ্যে খেলতে নামছে। মহেন্দ্র সিং ধোনি নাকি কেন উইলিয়ামসনের ছেলেরা শেষ অবধি বাজিমাত করে সেটাই এখন দেখার।

আইপিএলে এক একটি বিভাগে পুরস্কার মূল্য কত জানেন! জেনে নিন এখুনি

কোটি টাকার এই টুর্নামেন্টের শেষে দলগুলি ও খেলোয়াড়রা অনেক পুরস্কার ও সম্মাননা পাবেন। কোন কোন পুরস্কারে কত অর্থমূল্য তা জেনে নেওয়া যাক একনজরে।

  • আইপিএলের ফাইনালে বিজিত দল পাবে ১২.৫ কোটি টাকার চেক। আর বিজয়ী দল পাবে ২০ কোটি টাকার চেক। দুই দলের অধিনায়কের হাতে চেক তুলে দেওয়া হবে খেলার শেষে।
  • মোস্ট ভ্যালুয়য়েবল প্লেয়ার পাবেন ১০ লক্ষ টাকার চেক। সারা মরশুমে সবচেয়ে বেশি পয়েন্ট থাকা খেলোয়াড় এই পুরস্কার পাবেন।
  • সবচেয়ে বেশি উইকেট নেওয়া বেগুনি টুপির বিজয়ী খেলোয়াড় ১০ লক্ষ টাকার চেক পাবেন।
  • সবচেয়ে বেশি রান করা কমলা টুপি বিজয়ী খেলোয়াড়ও ১০ লক্ষ টাকার চেক পাবেন।
  • এমার্জিং খেলোয়াড়দেরর মধ্যে সবচেয়ে এগিয়ে থাকা খেলোয়াড় ১০ লক্ষ টাকার চেক পাবেন।
  • মরশুমে সেরা ক্যাচ নেওয়া খেলোয়াড় পাবেন ১০ লক্ষ টাকার চেক।
  • এছাড়া সবচেয়ে বেশিবার এফবিবি স্টাইলিস খেলোয়াড়ের পুরস্কার জেতা খেলোয়াড় ১০ লক্ষ টাকা পাবেন।
  • স্টার প্লাস নয়ি সোচ অ্যাওয়ার্ডের তরফেও বিজয়ী খেলোয়াড়কে ১০ লক্ষ টাকা দেওয়া হবে।
  • আইপিএলে সাতটি বা তার বেশি ম্যাচের আয়োজন করা মাঠকে ৫০ লক্ষ টাকা ও তার কম ম্যাচের আয়োজন করা মাঠকে ২৫ লক্ষ টাকা পুরস্কার মূল্যের চেক প্রদান করা হবে।
English summary
CSK vs SRH IPL Final 2018: What prize money will winner & runner-up get
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X