For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশ্বকাপ সেমিফাইনালে রান আউট হয়ে ধোনির চোখে জল! কাঁদল আপামর ভারতবাসী

পরিকল্পনা মাফিক ম্যাচটা শেষ ওভারের দিকেই এগিয়ে নিয়ে গিয়েছিলেন। ফাইনালের টিকিট পেতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ ১০ বলে ভারতের প্রয়োজন ছিল ২৫ রান।

  • |
Google Oneindia Bengali News

বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ফিনিশার, ভাগ্যের পরিহাসে ২০১৯ ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনালে ফিনিশ লাইনটা পার করা হল না মহেন্দ্র সিং ধোনির!

গাপটিলের অনবদ্য থ্রোয়ে ধোনির রান আউটই ম্যাচের টার্নিং পয়েন্ট

পরিকল্পনা মাফিক ম্যাচটা শেষ ওভারের দিকেই এগিয়ে নিয়ে গিয়েছিলেন। ফাইনালের টিকিট পেতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ ১০ বলে ভারতের প্রয়োজন ছিল ২৫ রান। এরপর হঠাৎই মার্টিন গাপটিলের অনবদ্য এক থ্রোয়ে সব আশা শেষ! রান আউট ধোনি, বিশ্বকাপ স্বপ্ন শেষ ভারতের!

মাঠ ছাড়ার মুহূর্তে ধোনি নিজেও বোধহয় রান আউটের মুহূর্তটা মেনে নিতে পারেননি। রাগে, কষ্টে একপ্রকার শরীরটাকে কোনও রকমেই যেন মাঠ থেকে টেনে হিঁচড়ে ড্রেসিংরুমে নিয়ে যান। আর ভারতকে ১৮ রানে হারিয়ে বিশ্বকাপ ফাইনালে চলে গেল নিউজিল্যান্ড।

ধোনির চোখে জল!

অধিনায়ক ছিলেন যখন, তখন তাঁকে ডাকা হত ক্যাপ্টেন কুল বলে। এখন তিনি মিস্টার কুল! ক্রিকেট কেরিয়ারে ধোনির চোখে জল বিরল মুহূর্ত। তবে বুধবার আউট হয়ে সাজঘরে ফেরার মুহূর্তে ধোনি যেন চোখের জল সামলাতে পারলেন না। সোশ্যাল মিডিয়ায় ধোনির মাঠ ছাড়ার মুহূর্তের ভিডিও দেখে মনে হচ্ছে, কোনও রকমে চোখের জল আটকে মাঠ ছাড়লেন মাহি।

হার-জিত খেলার অংশ, ধোনির চোখে জল দেখে কাঁদল আপামর ভারতবাসী

কিউয়িদের বিরুদ্ধে ধোনির রান আউটের পর, তাঁর দিকে আঙুল তোলার পথে হাঁটছেন না সমর্থকরা। উল্টে ভারতীয় ক্রিকেটে ধোনির অবদানের কথা মাথায় রেখে, বিশ্বকাপে ভারতের শেষ ম্যাচে ধোনির হার না মানা লড়াইকে স্যালুট জানাচ্ছে ভারতীয় ক্রিকেটভক্তরা। সেই সঙ্গে ধোনির ছলছল চোখের ভিডিও দেখে, চোখে জল আপামর ভারতবাসীর।

English summary
CWC 2019: Did Dhoni cry in semifinal against nz
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X