For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশ্বকাপ ফাইনালে সুপার ওভার টাই হতে কী করণীয় ছিল জানালেন সচিন

আইসিসি'র নিয়মে বেড়াজালে সেরাটা দিতেও বিশ্বকাপ জেতা হল না নিউজিল্যান্ডের। ফাইনালে চার হাঁকানোর সংখ্যার বিচার করে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে। এটাই মেনে নিতে পারছেন না সচিন

  • |
Google Oneindia Bengali News

আইসিসি'র নিয়মের বেড়াজালে সেরাটা দিয়েও বিশ্বকাপ জেতা হল না নিউজিল্যান্ডের। ফাইনালে চার হাঁকানোর সংখ্যা বিচার করে চ্যাম্পিয়ন ইংল্যান্ড। একই স্কোর! সুপার ওভারেও একই রান! এরপরও শুধুমাত্র চারের সংখ্যা বিচারে কিউয়িদের ট্রফি হারানোর ব্যাপারটা এখনও মন থেকে মেনে নিতে পারছেন না অনেকেই। যেমন পারছেন না ক্রিকেট কিংবদন্তি সচিন রমেশ তেন্ডুলকর।

সুপার ওভার টাই হতে কী করণীয় ছিল জানালেন সচিন

সুপার ওভার টাই হতে কী করণীয় ছিল জানালেন সচিন

ক্রিকেট ঈশ্বর সচিন তেন্ডুলকর বলেছেন, 'নিউজিল্যান্ডের জন্য সত্যিই খারাপ লাগছে। বাউন্ডারি কাউন্ট পদ্ধতির বদলে প্রথম সুপার ওভার টাই হওয়ায়, আরও একটি নির্ণায়ক সুপার ওভার করা উচিত ছিল।'

আইসিসির নিয়মের সমালোচনায় রোহিত-গম্ভীর-যুবরাজ

প্রাক্তন থেকে বর্তমান ক্রিকেটাররা আইসিসি'র বাউন্ডারি কাউন্ট নিয়মের সমালোচনা করেছেন। গম্ভীর-যুবি-রোহিতরা প্রশ্ন তুলে জানিয়েছেন, আইসিসি'র বাউন্ডারি কাউন্ট কি সত্যিই আধুনিক ক্রিকেটে প্রাসঙ্গিক? আর সেটাও বিশ্বকাপ ফাইনালের মতো ম্যাচে।

মুখ খুলেছেন বিগ বি

টুইটে আইসিসি'কে চিমটি কেটে অমিতাভ বচ্চন লিখেছেন, 'একজনের কাছে ২০০০ টাকা রয়েছে, অন্যজনের কাছেও ২০০০ টাকা রয়েছে। প্রথম জনের কাছে ২০০০টাকার একটি নোট! আর দ্বিতীয় জনের কাছে ৫০০ টাকার ৪টে নোট। তাহলে বলুন তো কে বড়লোক? আইসিসি'র নিময়ে যার কাছে চারটি নোট, তিনিই আসল বড়লোক।'

English summary
CWC 2019: sachin tendulkar says,no boundary count it should have done in the final
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X