For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আম্ফানে দুমড়ে মুচড়ে গিয়েছে কলকাতা, প্রার্থনায় কী লিখলেন কেকেআরের প্রাক্তন তারকা

আম্ফানে দুমড়ে মুচড়ে গিয়েছে কলকাতা, প্রার্থনায় কী লিখলেন কেকেআরে খেলে যাওয়া ক্রিকেটার

  • |
Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের আতঙ্কের মধ্যেই এবার ঘূর্ণিঝড় আম্ফানে বিপর্যস্ত পশ্চিমবঙ্গ ও ওড়িশা। বৃহস্পতিবার আম্ফান ঝড় তিলোত্তমার ধ্বংসের ছবি প্রকাশ পেয়েছে।

আম্ফানের বিপর্যস্ত তিলোত্তমা

আম্ফানের বিপর্যস্ত তিলোত্তমা

সুপার স্লাইকোন আম্ফানে তছনচ হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গ। ঝড়ে দুমড়ে মুচড়ে গিয়েছে তিলোত্তমা।জেলায় জেলায় সর্বত্রই ব্যাপক ক্ষয়ক্ষতি, নৌকার মতো জলে ভাসছে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের বিমান।

পশ্চিমবঙ্গের জন্যে পার্থনা শুরু

পশ্চিমবঙ্গের জন্যে পার্থনা শুরু

ক্ষয়ক্ষতির এই ভয়াবহ ছবি প্রকাশ পেতেই টুইটে 'প্রে ফর ওয়েস্ট বেঙ্গল' লিখে টুইট করে সোশ্যাল মিডিয়ায় পশ্চিমবঙ্গের জন্য প্রার্থনা শুরু হয়েছে। প্রিয় শহর কলকাতার এই ক্ষতির কথা জেনে এবার সকলের সঙ্গে প্রার্থনা করলেন কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন ক্রিকেটার ক্রিস লিন।

প্রাথর্না করলেন কেকেআর প্রাক্তনি

প্রাথর্না করলেন কেকেআর প্রাক্তনি

এক মরসুম আগে কেকেআরের সেরা তারকা ছিলেন অস্ট্রেলিয়ার বিধ্বংসী ওপেনার ক্রিস লিন। এবছর তাঁকে ছেড়ে দিয়েছে কেকেআর। নাইট ব্রিগেডে প্রাক্তনী হয়ে গেলেও কলকাতা শহরের খোঁজখবর রাখেন লিন। করোনা ধাক্কায় আইপিএল অনির্দিষ্টকালের জন্য স্থগিত না হলে এখন মিলিয়ন ডলার ক্রিকেট লিগে খেলতে পারতেন। বদলে অস্ট্রেলিয়াতে এখন গৃহবন্দি রয়েছেন লিন।

টুইটে যা লিখলেন লিন

এর মাঝে ঝড়ের তাণ্ডবে কলকাতার ক্ষতির কথা তাঁর কানে পৌঁছেছে। দেশ বিদেশে ছড়িয়ে থাকা কলকাতানদের পোস্টে বিমানবন্দর থেকে শুরু করে শহরের রাস্তাঘাটে গাছ ভেঙে পডা় থেকে শুরু করে বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়ার ছবি চাক্ষুষ করেছেন লিন। এরপরই টুইটে লিন লিখেছেন, 'কলকাতা ও তার পাশের শহরগুলোর জন্যে প্রার্থনা করুন। '

আইপিএলে ধোনির ৬টি অন্য ধারার রেকর্ডের দিকে নজর ফেরানো যাকআইপিএলে ধোনির ৬টি অন্য ধারার রেকর্ডের দিকে নজর ফেরানো যাক

English summary
Cyclone Amphan hit west bengal: Former kkr cricketer Chris lynn pray for kolkata
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X