For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হার না মানা লডা়ইয়ের নাম সৌরভ! আম্ফানেও ভাইরাল দাদার কীর্তি

হার না মানা লডা়ইয়ের নাম সৌরভ! আম্ফানেও ভাইরাল দাদার কীর্তি

  • |
Google Oneindia Bengali News

দেশ জুড়ে এক দিকে করোনা থাবা অন্যদিকে রাজ্যে আম্ফান বিপর্যয়! করোনা প্রতিরোধে বুক চিতিয়ে সমানে লড়তে দেখা গিয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়কে। এবার আম্ফান ঝড়ে ও দাদার লড়াইয়ের কীর্তি! সৌরভ নিজেই সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে আম্ফানের বিরুদ্ধে লড়াইয়ের ঘটনা জানালেন।

আম্ফানে রাজ্যের বেহাল দশা

আম্ফানে রাজ্যের বেহাল দশা

আম্ফান সুপার স্লাইকোনে পশ্চিমবঙ্গে ব্যপক ক্ষয়ক্ষতি। এখনও পর্যন্ত ঝড়ের তাণ্ডবে রাজ্যে ৭২ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আজ শুক্রবার আম্ফানের ভয়াবহতা কাটিয়ে দ্রুত স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা চালাচ্ছে রাজ্য।

ঝড়ের তাণ্ডবে সব শেষ, পরিস্থিতি দেখে বললেন মমতা

আম্ফানে তছনছ রাজ্য। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগণায় সবেচেয়ে বেশি ক্ষতি হয়েছে। এলাকার পর এলাকা ধ্বংস ও বিচ্ছিন্ন। কঠিন পরিস্থিতিতে সব শেষ হয়ে গেল, হতাশা চেপে না রাখতে পেরে বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সৌরভের কীর্তি

সৌরভের কীর্তি

আম্ফানে ক্ষতির মুখে সৌরভও। কলকাতায় তাণ্ডব দেখিয়েছে আম্ফান। আর এই তাণ্ডবে মহারাজের বাড়িতে গাছ ভেঙে পড়েছে। বাড়ির আমগাছ বিপজ্জনকভাবে হেলে পড়ে। ঝড় থামলে পরিবারের লোকজনদের নিয়েই সেই গাছ ঠিক করার ব্যবস্থা করেছেন সৌরভ। কোনও রকমে গাছের ডালে দড়ি বেঁধে আমগাছটি আগের জায়গায় ঠেলে দিয়েছেন মহারাজ।

সৌরভ যা লিখলেন

আম্ফান ঝড় তাঁদের বাড়িতেও তাণ্ডবের ছাপ রেখে গিয়েছে এমন লিখে, গাছ ঠিক করার ছবি পোস্ট করেছেন সৌরভ। সঙ্গে মহারাজ লিখেছেন, এই বয়সে লড়াই করে গাছ মেরামতি করতে ঘাম ছুটে গেল! বাড়িতে ভেঙে পড়া গাছ বাঁচিয়ে আম্ফানেও ভাইরাল দাদার কীর্তি!

'ডাইনোসর' বিরাট কোহলির মজাদার ভিডিও নিয়ে সোশ্যাল মিডিয়ায় মিমের ছড়াছড়ি'ডাইনোসর' বিরাট কোহলির মজাদার ভিডিও নিয়ে সোশ্যাল মিডিয়ায় মিমের ছড়াছড়ি

English summary
Cyclone Amphan hit west bengal: BCCI chief and former India captain Sourav Ganguly clearing a fallen tree at his home
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X