For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২২ গজে বর্ণবিদ্বেষ রুখতে ক্রিকেটারদের এই কাজ অবশ্যই করা উচিত বলে মত স্যামির

ক্রিকেটারদের বিদ্বেষ-বিরোধী ক্লাস নেওয়া উচিত বলে মনে করেন স্যামি

  • |
Google Oneindia Bengali News

ক্রিকেট মাঠে কিংবা ড্রেসিংরুমে বর্ণ বিদ্বেষ রুখতে ক্রিকেটারদের এ সংক্রান্ত শিক্ষা নেওয়া উচিত বলে মনে করে ড্যারেন স্যামি। তাঁর কথায়, যেভাবে ডোপিং এবং দুর্নীতি রুখতে উঠতি ক্রিকেটারদের বিশেষ ক্লাস নেওয়া হয়, বিদ্বেষ রুখতে একই নিয়ম চালু হওয়া উচিত। আইপিএলে বিদ্বেষের শিকার হওয়া ক্রিকেটারের কথায়, বিশ্বের যে কোনও দেশের তরুণ ক্রিকেটারদের কাছে বার্তা পৌঁছনো দরকার যে বৈচিত্রের মধ্যে ঐক্যের নামই ক্রিকেট।

আইপিএলে বৈষম্যের অভিযোগ

আইপিএলে বৈষম্যের অভিযোগ

বর্ণবৈষম্য ইস্যুতে আইপিএল-কে নিশানা করেছিলেন অন্যতম সফল ক্যারিবিয়ান অধিনায়ক ড্যারেন স্যামি। ইনস্টাগ্রামে তিনি অভিযোগ করেছিলেন, ২০১৪ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএল খেলার সময় তাঁকে 'কালু' ডাক শুনতে হয়েছিল। প্রথমে এই নাম শুনে তাঁর প্রশংসা বলে মনে হলেও, প্রকৃত অর্থ বোঝার পর তিনি হতাশ হয়েছেন বলেও জানিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অধিনায়ক।

স্যামির ক্ষোভের বহিঃপ্রকাশ

স্যামির ক্ষোভের বহিঃপ্রকাশ

সানরাইজার্স হায়দরাবাদে খেলার সময় ড্যারেন স্যামির সঙ্গে বর্ণবৈষম্যমূলক আচরণ ঘটার অভিযোগ অস্বীকার করেছিলেন তাঁর কিছু প্রাক্তন সতীর্থ। জবাবে ইনস্টাগ্রামে এক ভিডিও পোস্ট করেছিলেন ড্যারেন স্যামি। অভিযোগ করেছিলেন, ২০১৪ সালে সানরাইজার্স হায়দরাবাদে খেলার সময় ড্রেসিং রুমেই তাঁকে বর্ণবৈষম্যের শিকার হতে হয়েছিল। কয়েকজন সতীর্থ তাঁকে 'কালু' বলে ডাকতেন বলে অভিযোগ প্রাক্তন ওয়েস্ট ইন্ডিয়ান অধিনায়কের।

ক্ষমা দাবি স্যামির

ক্ষমা দাবি স্যামির

এই ইস্যুতে কারও নাম উল্লেখ করেননি ড্যারেন স্যামি। শুধু বলেছিলেন, যে সতীর্থরা তাঁকে সেই সময় 'কালু' বলে সম্বোধন করতেন, তাঁদের তিনি মেসেজ করবেন। তাঁকে সত্যিই বিদ্বেষের শিকার হতে হয়েছে কিনা, সেই সব ক্রিকেটারদের কাছ থেকেই জানতে চাইবেন স্যামি। যদি সত্যিই তাঁকে খাটো করার জন্য ওই শব্দ ব্যবহার করা হয়ে থাকে, তবে অভিযুক্তদের প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে বলে জানিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজকে দু-বার বিশ্বকাপ দেওয়া অধিনায়ক।

অভিযুক্ত তালিকায় কারা

অভিযুক্ত তালিকায় কারা

ড্যারেন স্যামি কারও নাম প্রকাশ্যে না আনলেও টিম ইন্ডিয়ার ফাস্ট বোলার ইশান্ত শর্মার এক ইনস্টাগ্রাম পোস্ট দেখে স্পষ্ট বোঝা যায়, ক্যারিবিয়ান ক্রিকেটারের বিষ নজরে রয়েছেন তিনিও। এক ছবিতে স্যামিকে 'কালু' বলে সম্বোধন করেছেন ইশু। ছবিতে ভারতীয় ফাস্ট বোলার ভূবনেশ্বর কুমার ও দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ডেল স্টেইনকেও দেখা যাচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড

সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড

ড্যারেন স্যামির ওই ভিডিও ভাইরাল হওয়ার পরেই উত্তাল হয়ে ওঠে সোশ্যাল মিডিয়া। #SaySorryToDaren ট্রেন্ডকে সঙ্গী করে স্যামি তথা বিশ্বের সব কৃষ্ণাঙ্গদের হয়ে গলা ফাটাতে শুরু করেন ভারতীয় অভিনেত্রী স্বরা ভাস্কর সহ নেটিজেনদের একটা অংশ। সেই আন্দোলন চলছে।

বিদ্বেষ বিরোধী শিক্ষা চান স্যামি

বিদ্বেষ বিরোধী শিক্ষা চান স্যামি

ক্রিকেট মাঠে কিংবা ড্রেসিংরুমে বর্ণ বিদ্বেষ রুখতে ক্রিকেটারদের এ সংক্রান্ত শিক্ষা নেওয়া উচিত বলে মনে করে ড্যারেন স্যামি। তাঁর কথায়, যেভাবে ডোপিং এবং দুর্নীতি রুখতে উঠতি ক্রিকেটারদের বিশেষ ক্লাস নেওয়া হয়, বিদ্বেষ রুখতে একই নিয়ম চালু হওয়া উচিত। স্যামির কথায়, বিশ্বের যে কোনও দেশের তরুণ ক্রিকেটারদের কাছে বার্তা পৌঁছনো দরকার যে বৈচিত্রের মধ্যে ঐক্যের নামই ক্রিকেট।

গাড়ি দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়নি বলে জানালেন পাকিস্তানের প্রাক্তন ফাস্ট বোলারগাড়ি দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়নি বলে জানালেন পাকিস্তানের প্রাক্তন ফাস্ট বোলার

English summary
Darren Sammy speaks about to educate cricketers on racism
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X