For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ডন ব্র্যাডম্যানের জোড়া রেকর্ড টপকে গেলেন ওয়ার্নার, গ্যালারিতে চোখে জল স্ত্রীয়ের

কিংবদন্তি ডন ব্র্যাডম্যানকে টপকে গেলেন ডেভিড ওয়ার্নার। পাকিস্তানের বিরুদ্ধে অ্যাডিলেড ওভালে পিঙ্ক বল টেস্টে এদিন তিনশো রানের গণ্ডি ছুঁলেন ওয়ার্নার।

  • |
Google Oneindia Bengali News

কিংবদন্তি ডন ব্র্যাডম্যানকে টপকে গেলেন ডেভিড ওয়ার্নার। পাকিস্তানের বিরুদ্ধে অ্যাডিলেড ওভালে পিঙ্ক বল টেস্টে এদিন তিনশো রানের গণ্ডি ছুঁলেন ওয়ার্নার।

ধনু রাশির বৈশিষ্ট

ধনু রাশির বৈশিষ্ট

এই রাশির জাতক জাতিকারা ধর্ম থেকে বিজ্ঞান , সমস্ত বিষয়েই ব্যাপক বুদ্ধি ধরেন। এঁদের মেধার কোনও তুলনা নেই। এঁদের ভবিষ্যতের সাফল্য দেখার মতোন হয়! আত্মবিশ্বাসে এঁরা তিরকালই ভরপুর হন। তবে বেশির ভাগ ক্ষেত্রেই এঁরা কর্তৃত্ব কায়েম করতে ভালোবাসেন।

ব্র্যাডম্যানকে কোথায় পিছনে ফেললেন ওয়ার্নার

অস্ট্রেলিয়ার অ্যাডিলেড ওভালে স্যার ডন ব্র্যাডম্যান এর আগে সর্বোচ্চ ২৯৯* রানের ইনিংস খেলেছিলেন। এটাই এই মাঠে কোনও ব্যাটসম্যানের সর্বোচ্চ রান। ১৯৩২ সালে ক্রিকেট মরসুমে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ব্র্যাডম্যান এই রান হাঁকিয়েছিলেন। সেই কীর্তি এদিন টপকে গেলেন ওয়ার্নার। এদিন ওয়ার্নার ৩০০ রান ছুঁতেই গ্যালারি হাততালিতে ফেটে পরে। সেই সঙ্গে এদিন মাথা নিচু করে স্পেশাল সেলিব্রেশনে ব্র্যাডম্যানকে শ্রদ্ধা জানান তিনি।

 কর্ম

কর্ম

ধনু রাশির জাতক জাতিকারা চিরকালই আইনজীবী হলে সাফল্য পান। এঁরা সকলেই ন্যায় বিচারের পক্ষে মত দিয়ে থাকেন। কর্মক্ষেত্রেও এঁরা সকলেই রীতিমতো সাফল্য পেয়ে যান সহজে।

একনজরে ওয়ার্নারের ইনিংস

৫১৯ মিনিট ক্রিজে থেকে ৩৮৯ বল খেলে ৩৭টি চার হাঁকিয়ে ওয়ার্নার ৩০০ রানে পৌঁছন।

 প্রেম

প্রেম

ধনু রাশির ব্যক্তিত্বরা প্রেমের ক্ষেত্রে সেভাবে সৌভাগ্য পান না। তবে প্রথম প্রেমে সৌভাগ্য না পেলেও, পরবর্তী সম্পর্কের ক্ষেত্রে এঁদের প্রেম ব্যাপকভাবে ঘনীভূত হয়। এঁদের প্রেমের আস্থা নির্ভর করে সঙ্গীর সততার ওপর।

ওয়ার্নারের কীর্তিতে চোখে জল স্ত্রীয়ের

প্রসঙ্গত শেষ এক বছরটা ওয়ার্নারকে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কেপটাউন টেস্টে বল বিকৃতি কেলেঙ্কারিতে জড়ানোর পর ক্রিকেট থেকে এক বছরের জন্য নির্বাসিত হয়েছিলেন। এরপর দেশের জার্সি গায়ে চাপিয়ে প্রত্যাবর্তন। বিশ্বকাপ ও সীমিত ওভারে রান পেলেও অ্যাসেজ সিরিজে রান পাননি। এবার ঘরের মাঠে ব্রিসবেন টেস্টে সেঞ্চুরির পর ওভালে তিনশো হাঁকালেন ওয়ার্নার। সেই কীর্তি দেখে গ্যালারিতে রোদচমশার আড়ালে ওয়ার্নারের স্ত্রী ক্যান্ডিস কেঁদে ফেলেন।

চতুর্থ দ্রুততম টেস্ট ত্রিশতরান

এদিন টেস্ট ক্রিকেটের ইতিহাসে চতুর্থ দ্রুততম হিসেবে ওয়ার্নার ত্রিশতরান হাঁকান। এর আগে সেহওয়াগ ২৭৮ বলে তিনশো করেছেন। ম্যাথু হেডেন ৩৬২ বলে ও সেহওয়াগ ৩৬৪ বলে তিনশো করেন। এদিন ৩৮৯ বল খেলে তিনশো রানে পৌঁছন ওয়ার্নার।

ডন ব্র্যাডম্যানের আরও একটি রেকর্ড ভাঙলেন ওয়ার্নার

ডন ব্র্যাডম্যানের আরও একটি রেকর্ড ভাঙলেন ওয়ার্নার

টেস্টে অজি কিংবদন্তি ডন ব্র্যাডম্যান সর্বোচ্চ ৩৩৪ রান হাঁকিয়েছিলেন। এদিন সেই কীর্তিও টপকে গেলেন ওয়ার্নার। উল্লেখ্য অস্ট্রেলিয়ার আরেক ক্রিকেটার মার্ক টেলরও টেস্টে সর্বোচ্চ ৩৩৪ রান হাঁকিয়েছিলেন। তাঁকেও এদিন টপকে গেলেন ওয়ার্নার।

ওয়ার্নার ৩৩৫*

ওয়ার্নার ৩৩৫*

অজিদের হয়ে টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক হলেন ওয়ার্নার। এদিন ব্র্যাডম্যান ও মার্ক টেলরের ৩৩৪ রান টপকে গিয়ে এই কীর্তি করলেন। অজিদের হয়ে টেস্টে সর্বোচ্চ ৩৮০ রান হাঁকানোর কীর্তি রয়েছে ম্যাথু হেডেনের।

English summary
David Warner passes don bradman hits 4th fastest Test triple-hundred
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X