এবার ডেভিড ওয়ার্নারের চোখেও চলে এল জল। সাংবাদিকদের সামনাসামনি হয়ে তিনিও আর আবেগ ধরে রাখতে পারলেন না। এদিকে আর ক্রিকেটে না ফেরার সম্ভবনাও উড়িয়ে দিলেন না অস্ট্রেলিয়ার ধামাকা ক্রিকেটার।
কেপটাউনের বল বিকৃতির কাণ্ডের অন্যতম অভিযুক্ত ডেভিড ওয়ার্নার এক বছরের নির্বাসনের শাস্তিতে রয়েছেন। এই পর্বে খেলতে পারবেন না কোনও আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটের ম্যাচেও। তিনি জানিয়েছেন, এরকমও হতে পারে এই বল বিকৃতি কাণ্ডের জেরে আর কোনওদিন ক্রিকেটেই ফিরবেন না।
ডেভিড ওয়ার্নার জানিয়েছেন, 'আমি জানি অনেক প্রশ্ন আছে যে গুলোর উত্তর নেই। আমি পুরোটা বুঝতে পারছি। সময় আসুক আমার পক্ষ থেকে সেরা উত্তর দিতে চেষ্টা করব। ক্রিকেট অস্ট্রেলিয়ার নিয়ম মেনেই সেই সব উত্তর দেব।'
Read the full transcripts from the Warner, Smith, Bancroft & Lehmann press conferences here: https://t.co/CsxflxQyCo pic.twitter.com/iqSoge4MUk
— cricket.com.au (@CricketAus) March 31, 2018
তিনি আরও জানিয়েছেন, 'সমস্ত নিয়ম মেনে আমি উত্তর দেওয়ার চেষ্টা করছি, সঠিক সময়ে , সঠিক জায়গায় উত্তর দেব। এই সাংবাদিক সম্মেলনে আমি সব বলতে পারছি না। কারণ অনেক কিছু এখন আটকে আছে। আমার পরিবার , ক্রিকেট সব কিছু একটা জায়গায় আটকে গেছে। নিয়ম মেনেই সবটা করতে হবে। '
কান্নায় ভেঙে পড়া ডেভিড ওয়ার্নার আরও জানিয়েছেন, 'আমি সত্যি বলছি আমি সব সময় চেয়েছি এই খেলাকে সম্মান এনে দিতে । সেটা করতে গিয়ে আমি এমন একটা সিদ্ধান্ত নিয়েছি, যেটা বিপরীত ফল করেছে। এটা এমন একটা যেটার জন্য আমি সারা জীবন দুঃখ করব। '
ক্রিকেট ভালবাসেন? প্রমাণ দিন! খেলুন মাইখেল ফ্যান্টাসি ক্রিকেট