For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বল বিকৃতি নিয়ে গ্যালারি থেকে ওয়ার্নারকে খোঁচা, অজি ক্রিকেটার তারপর যা করলেন

এক বছরের বেশি সময় কেটে গিয়েছে। বল বিকৃতি কাণ্ডের জন্য ক্রিকেট দুনিয়ার ফ্যানেদের কারো কারো চোখে ডেভিড ওয়ার্নার আজও খলনায়ক।

  • |
Google Oneindia Bengali News

এক বছরের বেশি সময় কেটে গিয়েছে। বল বিকৃতি কাণ্ডের জন্য ক্রিকেট দুনিয়ার ফ্যানেদের কারো কারো চোখে ডেভিড ওয়ার্নার আজও খলনায়ক। কেপটাউন টেস্টের কলঙ্কিত অধ্যায় নিয়ে আজও তাই সমালোচনা, খোঁচার মুখে পড়তে হয় ওয়ার্নারকে। ঠিক যেমনটা বারে বারে পড়তে হচ্ছে অ্যাসেজ সিরিজে।

বল বিকৃতির স্মৃতি মনে করিয়ে ওয়ার্নারকে খোঁচা

অ্যাসেজ সিরিজের এজবাস্টন টেস্টের তৃতীয় দিন ইংল্যান্ড যখন শেষ উইকেট নিয়ে লড়াই চালাচ্ছে, তখন বাউন্ডারির ধারে ফিল্ডিং করছিলেন ওয়ার্নার। সেসময়ই ডেভিডের মনসংযোগ নাড়িয়ে দিতে তাঁকে উদ্দেশ করে ইংল্যান্ড সমর্থকরা টিপ্পনি কাটতে শুরু করে। সেই সঙ্গে ওর্য়ানারকে খোঁচা দিয়ে সমর্থকরা বলেন, 'তোমার কাছে স্যান্ডপেপার থাকলে আত্মসমর্পণ কর!'

স্পোর্টিং স্পিরিট দেখালেন ওয়ার্নার

পাল্টে যাওয়া ওয়ার্নার অবশ্য সমর্থকদের টিপ্পনিতে একবারের জন্যও চটেননি। বরণ মুচকি হেসে প্যান্টের দুই পকেট বার করে তা দর্শকদের দেখাতে শুরু করে দেন।গ্যালারির চিমটি সহ্য করে খেলোয়াড়সুলভ উত্তর দেওয়ায় দর্শকরাও বিষয়টিকে মজার ছলেই গ্রহণ করে।

কেপটাউন টেস্টে ঠিক কী ঘটেছিল

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কেপটাউন টেস্টে (২০১৮) লড়াই থেকে ক্রমে পিছিয়ে পড়ায় স্যান্ডপেপারের সাহায্যে বলের আকৃতি পরিবর্তন করে রিভার্স সুইং করানোর চেষ্টা করেছিল অস্ট্রেলিয়া। মূলত স্মিথ ও ওয়ার্নারের পরিকল্পনাতেই ব্যানক্রফ্টকে দিয়ে সেই কুকীর্তি ঘটনো হয়েছিল, যা টিভি ক্যামেরায় ধরা পড়ে। শাস্তি হিসেবে ব্য়ানক্রফ্টকে ৯ মাস ও স্মিথ-ওয়ার্নারকে ১ বছরের জন্য ক্রিকেট থেকে নির্বাসনে পাঠায় ক্রিকেট অস্ট্রেলিয়া।

English summary
David Warner shows empty pockets after english crowd's 'sandpaper’ chant
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X