For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অপ্রত্যাশিত! 'বন্ধু' কোহলিকে এত বড় খোঁচা দিয়ে কেন এমন বললেন ওয়ার্নার

অপ্রত্যাশিত!'বন্ধু' কোহলিকে এত বড় খোঁচা দিয়ে কেন এমন বললেন ওয়ার্নার

  • |
Google Oneindia Bengali News

দলে এবি ডিভিলিয়ার্সের মতো ক্রিকেটের মিস্টার ৩৬০ ডিগ্রি ব্যাটসম্যান, সঙ্গে বিশ্বসেরা ব্যাটিং পাওয়ার হাউস বিরাট কোহলি স্বয়ং রয়েছেন। তারপরও প্রতি বারই আশা জাগিয়ে শুরু করেও ট্রফি জেতা হয়ে ওঠে না রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের।

শেষ দুই মরসুমে প্লেঅফ দূর কী বাত,যেন পয়েন্ট টেবিলের শেষ নম্বরে শেষ করা নিয়ে প্রতিযোগিতায় নেমেছিলেন। প্রতি বারই সমর্থকদের হৃদয় ভেঙে মরসুম থেকে ফ্লপ শো আরসিবির। তারকার মোড়া দলের খারাপ সময় যেন কাটেই না। আর সেই নিয়েই এবার আরসিবির অধিনায়ক বিরাট কোহলিকে খোঁচা দিলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার ডেভিড ওয়ার্নার।

বিরাট-ওয়ার্নারের বন্ধুত্বের গ্রাফ

বিরাট-ওয়ার্নারের বন্ধুত্বের গ্রাফ

কোহালির সঙ্গে ওয়ার্নারের সম্পর্কের গ্রাফ ক্রিকেটভক্তদের অনেকেই জানা রয়েছে। তাও একবার মনে করিয়ে দেওয়া যাক। ২০১৪ সালে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজে জনসনের সঙ্গে বিরাটের স্লেজিং বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছিল। সেই সিরিজে আরও এক অজির সঙ্গেও বিরাটের ঠান্ডা কথার লড়াই চলেছিল। তিনি ডেভিড ওয়ার্নার। পরে ওয়ার্নার যখন ভারত সফরে জাতীয় দলের হয়ে খেলতে এসেছেন, তখন পাল্টা বিরাট তাঁর ক্লাস নিয়েছেন। গরম মাথার দুই ক্রিকেটার যত পরিণত হয়েছেন, ততই স্লেজিং ছেড়ে বাইশ গজে ভালো ক্রিকেট উপহার দিতে ঝুঁকেছেন। এখন তাই দুই ক্রিকেটার দারুণ বন্ধু।

ওয়ার্নারের মেয়ে বিরাট হতে চান, ভিডিও মনে পড়ে!

দুই ক্রিকেটারের বন্ধুত্বের রেশ ওয়ার্নারে মেয়ের মধ্যে ছড়িয়েছিল। এক ভিডিওতে ডান হাতে ব্যাটিং করে, ওয়ার্নার মেয়ে বলেছিলেন, আমি বিরাট কোহলি হতে চাই। মুহূর্তে সেই ভিডিও ভাইরাল হয়ে ক্রিকেটদুনিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়েছিল। সোশ্যাল মিডিয়ায় একে অপরের সঙ্গে অনেক মজার রসিকতাও করেন বিরাট-ওয়ার্নার।

বিরাটকে খোঁচায় কী বললেন ওয়ার্নার

বিরাটকে খোঁচায় কী বললেন ওয়ার্নার

জনি বেয়ারস্টোর সঙ্গে আলাপচারিতায় ওয়ার্নার বলেছেন, 'আরসিবি-র কিন্তু আইপিএল ট্রফি নেই। বিরাট নিশ্চয় আমাদের কথাবার্তা শুনছে।'

ট্রফি দিয়েছেন ওয়ার্নার

ট্রফি দিয়েছেন ওয়ার্নার

উল্লেখ্য অধিনায়ক হিসেবে ডেভিড ওয়ার্নার ২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদকে আইপিএল চ্যাম্পিয়ন করেন।যেখানে কোহালির আরসিবি-র সেই রেকর্ড নেই। দু'বার ফাইনালে উঠেও কোহালির দল শেষ হাসি হাসতে পারেনি। যেকারণে আইপিএলে নেতা কোহলিকে অনেক সমালোচনাও শুনতে হয়েছে।

English summary
David Warner takes a dig at Virat Kohli for not winning any IPL title as captain
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X