For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

স্টেডিয়ামের বাইরে বল পাঠালেন ইংল্যান্ড ব্যাটসম্যান, ভাইরাল হল ছক্কা হাঁকানোর দৃশ্য! ভিডিও দেখুন

ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ডে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মাঠের বাইরে বল পাঠালেন ইংল্যান্ডের ওপেনিং ব্যাটসম্যান ডাউইড মালান।

  • |
Google Oneindia Bengali News

ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মাঠের বাইরে বল পাঠালেন ইংল্যান্ডের ওপেনিং ব্যাটসম্যান ডাউইড মালান।

স্টেডিয়ামের বাইরে বল পাঠালেন ইংল্যান্ড ব্যাটসম্যান, ভাইরাল হল ছক্কা হাঁকানোর দৃশ্য! ভিডিও দেখুন

নিউজিল্যান্ডের বিরুদ্ধে রান তাড়া করতে নেমে জেমস নিশামের বলে (৯.৪ ওভারে) স্টেডিয়ামের বাইরে ছক্কা হাঁকান ব্রিটিশ বাঁ-হাতি। মালানের এই ছক্কার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।মিডল স্টাম্পের বল অফ সাইডে সরে গিয়ে জায়গা তৈরি করে লম্বা ছক্কাটি হাঁকিয়েছেন মালান। মালানের ব্যাট ছুঁয়ে বল স্টেডিয়ামে ছাদে উড়ে গিয়ে পড়ে।

দলের হয়ে ওপেন করতে নেমে এদিন ২৯ বল খেলে ৩৯ রান করেন মালান। তাঁর ইনিংস সাজানো ২টি চার ও ২টি ছয় দিয়ে।

<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/iM4EsNVjXnk" frameborder="0" allow="accelerometer; autoplay; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>

প্রসঙ্গত দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে এদিন টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। বল হাতে যদিও তারা নজর কাড়তে পারেনি। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে নিউজিল্যান্ড ১৭৬ রান তোলে। কিউয়িদের হয়ে ওপেনার মার্টিন গাপ্টিল ৪১ ও জেমস নিসাম ৪২ রান করেন।

জবাবে ১৭৭ রান তাড়া করতে নেমে ইনিংসের এক বল বাকি থাকতে ইংল্যান্ডের ইনিংস ১৫৫ রানে শেষ হয়। ওপেনার বেয়ারস্টো ০ রানে ফেরেন। মালানের ৩৯ বাদ দিলে ক্যাপ্টেন মর্গ্যান ৩২ ও অল-রাউন্ডার ক্রিস জর্ডন ৩৬ রান করেন। নিউজিল্যান্ড ম্যাচ জেতে ২১ রানের ব্যবধানে। এই জয়ের ফলে ঘরের মাঠে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতায় ফিরল কিউয়ি দল।

English summary
Dawid Malan hits ball out of Wellington Stadium in eng vs nz 2nd t 20
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X