For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পিঙ্ক বল টেস্ট : ইডেনে ঐতিহাসিক ক্রিকেট ম্যাচে ইতিহাস গড়লেন অধিনায়ক বিরাট

ইডেনে ঐতিহাসিক পিঙ্ক বল টেস্ট। এই ম্যাচ খেলতে নেমে প্রথম দিনেই ইতিহাস গড়লেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।

  • |
Google Oneindia Bengali News

ইডেনে ঐতিহাসিক পিঙ্ক বল টেস্ট। এই ম্যাচ খেলতে নেমে প্রথম দিনেই ইতিহাস গড়লেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।

কী সেই নজির

বাংলাদেশের বিরুদ্ধে এই টেস্ট ম্যাচ খেলার আগে ভারত অধিনায়ক হিসেবে টেস্ট ক্রিকেটে ৫ হাজার রান থেকে ৩২ রান দূরে ছিলেন বিরাট।

দিনের চা পান বিরতির পর মাঠে নেমে ৩২ রান করেন। সেই সুবাদে অধিনায়ক হিসেবে ৫০০০ টেস্ট রানের গণ্ডি ছুঁয়ে ফেললেন বিরাট। ভারতের প্রথম টেস্ট অধিনায়ক হিসেবে এই কীর্তি ছুঁলেন বিরাট কোহলি।

বিশ্বের ষষ্ঠ অধিনায়ক হিসেবে এই নজির বিরাটের

ভারত অধিনায়ক বিরাটের আগে আন্তর্জাতিক ক্রিকেটে পাঁচ অধিনায়ক টেস্টে ৫০০০ রানের গণ্ডি ছুঁয়েছেন।

বিরাটের আগে দক্ষিণ আফ্রিকার গ্রেম স্মিথ ( ৮৬৫৯রান),অস্ট্রেলিয়ার অ্যালন বর্ডার(৬৬২৩রান),অস্ট্রেলিয়ার রিকি পন্টিং( ৬৫৪২রান),ওয়েস্ট ইন্ডিজের ক্লাইভ লয়েড(৫২৩৩রান),নিউজিল্যান্ডের স্টিভেন ফ্লেমিং( ৫১৫৬রান) টেস্টে অধিনায়ক হিসেবে ৫০০০ রানের গণ্ডি ছুঁয়েছেন।

ইডেনে পিঙ্ক বল টেস্টের ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণে উপরের এই ক্রিকেটারদের সঙ্গে এলিট ক্লাবে প্রবেশ করে ইতিহাসের পাতায় নাম তুলে ফেললেন বিরাট।

অধিনায়ক হিসেবে টেস্টে দ্রুততম পাঁচ হাজার রান

অধিনায়ক হিসেবে টেস্টে দ্রুততম পাঁচ হাজার রান

টেস্টে অধিনায়ক হিসেবে ৮৬ ইনিংস খেলে পাঁচ হাজার রান ছুঁলেন। এর আগে ৯৭ ইনিংসে অস্ট্রেলিয়ার অধিনায়ক রিকি পন্টিং ৫০০০ রানের গণ্ডি ছুঁয়েছিলেন।

English summary
Day night Pink ball test: Indian captain Virat Kohli becomes fastest to score 5000 runs as Test captain
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X