For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইডেনে দিন রাতের টেস্ট: গোলাপি বলে প্রস্তুতি সেরে বিরাটের প্রথম অভিজ্ঞতা কেমন, জেনে নিন

২২ অক্টোবর ইডেনে দিন রাতের টেস্ট। উপমহাদেশের মাটিতে এই প্রথম দিন রাতের টেস্ট ম্যাচের আসর। সেই সঙ্গে এই প্রথমবার দিন রাতের টেস্ট খেলবে ভারতীয় দল। যা নিয়ে উত্তেজনার পারদ এখন তুঙ্গে।

  • |
Google Oneindia Bengali News

২২ অক্টোবর ইডেনে দিন রাতের টেস্ট। উপমহাদেশের মাটিতে এই প্রথম দিন রাতের টেস্ট ম্যাচের আসর। সেই সঙ্গে এই প্রথমবার দিন রাতের টেস্ট খেলবে ভারতীয় দল। যা নিয়ে উত্তেজনার পারদ এখন তুঙ্গে। গোলাপি বলে দিন রাতের টেস্টে বল গড়ানোর অপেক্ষায় বিরাট কোহলিও।

গোলাপি বলে প্রস্তুতির পর বিরাটের অভিজ্ঞতা কেমন

গোলাপি বলে প্রস্তুতির পর বিরাটের অভিজ্ঞতা কেমন

ইন্দোরে প্রথম টেস্টে মাঠে নামার আগে বিরাট এদিন বলেন, 'গোলাপি বলে এই ম্যাচ ভারতে টেস্ট ক্রিকেটে জনপ্রিয়তা বাড়াবে। কাল প্রথমবার গোলাপি বলে প্র্যাকটিস করলাম। বেশ ভালো লাগল। ব্যক্তিগতভাবে মনে হল লাল বলের থেকে গোলাপি বলে সুইং বেশি হয়। গোলাপি বলে রঙের একটা বাড়তি পালিশ রয়েছে সেকারণেই বাড়তি সুইং পাওয়া যাচ্ছে।'

গোলাপি বলে আরও বেশি মনসংযোগ প্রয়োজন

গোলাপি বলে আরও বেশি মনসংযোগ প্রয়োজন

গোলাপি বলের টেস্ট ম্যাচে পিচ একটা বাড়তি চরিত্র হতে চলেছে। বিরাট বলেন,' প্রথমবারে গোলাপি বলে ম্যাচ খেলার পর মনে হয়েছে,মাঠে আরও বেশি মনসংযোগ রেখে খেলতে হবে। নভেম্বরের সন্ধ্যের কলকাতায় যখন শিশির ফ্যাক্টর কাজ করবে বল তখন কেমন আচরণ করে সেটা চ্যালেঞ্জিং। এখন অবশ্য এসব নিয়ে ভাবছি না, ফোকাসে এখন ইন্দোর টেস্ট। প্রথম ম্যাচই এই মুহূর্তে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। দিন রাতের টেস্টের হাইপে প্রথম টেস্টে ফোকাস হারাতে চাই না।'

 বাংলাদেশ দলে ভয়ংকর হতে পারেন কে?

বাংলাদেশ দলে ভয়ংকর হতে পারেন কে?

কোহলি এদিন বলেন 'মুশস্তাফিজুর রহমান ভারতীয় ব্যাটসম্যানদের জন্য ভয়ংকর হতে উঠতে পারে। আইপিএল খেলার কারণে ও ভারতের পরিবেশটা দারুণভাবে চেনে।সেকারণেই সাবধান থাকতে হবে।'

English summary
Day Night test at eden: Virat kohli shares his first experience in pink ball practice
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X