For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ডিডিসিএ সভাপতি রজত শর্মার ইস্তফা নিলেন না অম্বুডসম্যান, বিস্তারিত জেনে নিন

ডিডিসিএ সভাপতি রজত শর্মার ইস্তফা নিলেন না অম্বুডসম্যান, বিস্তারিত জেনে নিন

  • |
Google Oneindia Bengali News

দিল্লি ক্রিকেট অ্যাসোসিয়েশন বা ডিডিসিএ-র সভাপতি রজত শর্মাকে তাঁর কার্যপদ্ধতি চালিয়ে যাওয়ার নির্দেশ দিলেন অম্বুডসম্যান তথা অবসরপ্রাপ্ত বিচারপতি বদর দুরেজ আহমেদ। একই সঙ্গে দুর্নীতির অভিযোগে সাসপেন্ড হওয়া দিল্লি ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব বিনোদ তিহারাকে কার্যপদ্ধতি শুরু করতে নিষেধ করেছেন অম্বুডসম্যান।

ডিডিসিএ সভাপতি রজত শর্মার ইস্তফা নিলেন না অম্বুডসম্যান, বিস্তারিত জেনে নিন

উল্লেখ্য গত শনিবার দিল্লি ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি পদ থেকে ইস্তফা দেন রজত শর্মা। এক লম্বা চিঠিতে তিনি লিখেছেন, ক্রিকেট প্রশাসকের ভূমিকা পালন করা মুখের কথা নয়। অনেক চাপের মধ্যে থাকতে হয়। কিন্তু সেই কাজ করার জন্য নিজের মতাদর্শ, সততা ও স্বচ্ছতার সঙ্গে তিনি কোনও আপোস করতে রাজি নন বলে সাফ জানিয়েছেন রজত শর্মা। লিখেছেন, দিল্লি ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি পদে বসার পর থেকেই তাঁকে বিরোধিতার মুখে পড়তে হয়েছে। তাঁর বিভিন্ন সিদ্ধান্ত কাটাছেড়া করা হয়েছে বলেও অভিযোগ করেছেন রজত শর্মা।

যাঁর সঙ্গে ডিডিসিএ সভাপতি রজত শর্মার মূল সংঘাত, সেই সচিব বিনোদ তিহারার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে। তাঁকে তাঁর পদ থেকে সাসপেন্ড করা হয়। বিষয়টি নিয়ে তদন্ত চালাচ্ছেন অম্বুডসম্যান তথা অবসরপ্রাপ্ত বিচারপতি বদর দুরেজ আহমেদ। এই অবস্থায় ডিডিসিএ সভাপতি রজত শর্মার ইস্তফা তিনি নেবেন না বলেই জানিয়েছেন অম্বুডসম্যান।

English summary
DDCA chief Rajat Sharma's resignation put on hold
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X