For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আজকের জন্য তুমিই আমার বুমরাহ, চাহারকে ঠিক কী বলেছিলেন রোহিত জেনে নিন

বাংলাদেশের বিরুদ্ধে নাগপুরের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে ৭ রান খরচ করে ৬ উইকেট শিকার দীপক চাহারের। এমন একটি স্পেলেই ক্রিকেটবিশ্বে এই মুহূর্তে ট্রেন্ডিং দীপক।

  • |
Google Oneindia Bengali News

বাংলাদেশের বিরুদ্ধে নাগপুরের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে ৭ রান খরচ করে ৬ উইকেট শিকার দীপক চাহারের। এমন একটি স্পেলেই ক্রিকেটবিশ্বে এই মুহূর্তে ট্রেন্ডিং দীপক। মুখে মুখে তাঁর জয়গান। সোশ্যাল মিডিয়ায় ঝুড়ি ঝুড়ি অভিনন্দন বার্তা।

ক্যাপ্টেন রোহিতের প্রশংসায় কী বললেন চাহার

ক্যাপ্টেন রোহিতের প্রশংসায় কী বললেন চাহার

ম্যাচে ৬ উইকেট নেওয়া ভারতের নায়ক দীপক অবশ্য এই নজিরের জন্য অধিনায়ক রোহিতকে ধন্যবাদ জানাচ্ছেন। ম্যাচ ও সিরিজ সেরার পুরস্কার জিতে নিজের সাফল্যের জন্য় রোহিতকে কৃতিত্ব দিয়ে দীপক বলেন, 'এই নজিরের পুরোটাই অধিনায়ক রোহিতের প্রাপ্য। রোহিত ভাই দারুণ সময় আমাকে ব্যবহার করে উইকেট পাওয়ার সুযোগ করে দিয়েছে।সেই সঙ্গে বোলার হিসেবেও ম্যাচের প্রতি মুহূর্তে আত্মবিশ্বাস জুগিয়ে গিয়েছে রোহিত। ক্যাপ্টেন আমার উপর আস্থা রাখায় আমি কৃতজ্ঞ!'

আজকের জন্য তুমিই আমার বুমরাহ

আজকের জন্য তুমিই আমার বুমরাহ

এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে দীপক আরও বলেছেন, ' ১৭৪ রানের পুঁজি নিয়ে খেলতে নেমে রোহিত ভাই আমাকে চার্জড আপ করে দেয়। রোহিত ভাই বলেছিল, আজকের জন্য তুমিই আমার বুমরাহ। ম্যাচের মোক্ষম সময়গুলোতে তোমাকে ব্যবহার করব।এই কথাই আমাকে বাড়তি মোটিভেট করেছিল।'সঙ্গে চাহার আরও জুড়েছেন,'চাপ নিয়ে খেলতে ভালোবাসি। আর ম্যাচে রোহিত আমাকে বাড়তি দায়িত্ব দিয়ে আমার উপর বিশ্বাস রাখায় আরও আত্মবিশ্বাস পাই।'

 দীপক চাহারের হ্যাটট্রিক

দীপক চাহারের হ্যাটট্রিক

প্রথম ভারতীয় পুরুষ ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক করে নজির গড়েছেন দীপক। আমিনুলকে বোল্ড করে বাংলাদেশের কফিনে শেষ পেরেকটি পুতে দিয়ে ভারতকে ম্যাচ জেতান তিনি।

English summary
Deepak Chahar credits captain Rohit Sharma for his success against bangladesh
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X