For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভেজা বলে হ্যাটট্রিক! চেন্নাই সুপার কিংসে খেলে এই বোলিং কৌশল শিখেছেন চাহার

ভেজা বলে হ্যাটট্রিক! কঠিন কাজটাই সহজ করে করলেন দীপক চাহার। রবিবার ভারতের বোলিংয়ের সময় শিশির ফ্য়াক্টরের কারণে যখন চাহাল-শিবম দুবেরা বলের গ্রিপ করতে সমস্যায় পড়ছেন

  • |
Google Oneindia Bengali News

ভেজা বলে হ্যাটট্রিক! কঠিন কাজটাই সহজ করে করলেন দীপক চাহার। রবিবার ভারতের বোলিংয়ের সময় শিশির ফ্যাক্টরের কারণে যখন চাহাল-শিবম দুবেরা বলের গ্রিপ করতে সমস্যায় পড়ছেন, তখন ভেজা বলে হ্যাটট্রিক করলেন দীপক চাহার।

নাগপুরে দীপকের পারফর্ম্যান্স

ভারতের প্রথম পুরুষ ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ফর্ম্যাটে হ্যাটট্রিক করার নজির গড়েন চাহার। শুধু তাই নয়, ম্যাচে ৭ রান খরচ করে ৬টি উইকেট নিয়েছেন। টি-টোয়েন্টি ক্রিকেটে এটাই আন্তর্জাতিক স্তরে সেরা বোলিং ফিগার। আর চাহার পুরোটাই করলেন শিশির ফ্যাক্টরকে উপেক্ষা করে। ভেজা বলে এই সাফল্য পাওয়ার কারণে ধোনির চেন্নাই সুপার কিংসকে ধন্যবাদ দিলেন চাহার

কেন চেন্নাইকে ধন্যবাদ জানালেন দীপক

বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইটে সতীর্থ যুজবেন্দ্র চাহালকে দেওয়া সাক্ষাৎকারে দীপক বলেছেন, 'চেন্নাইয়ে জার্সিতে খেলতে খেলতে ভেজা বলে কীভাবে বোলিং করতে হবে রপ্ত করেছি। চেন্নাইয়ে যেমন শিশির ফ্য়াক্টর রয়েছে, ঠিক তেমনই প্রচুর ঘাম হয়। শিশর ফ্য়াক্টরটা আমাদের হাতে নেই।এই সমস্যা বুদ্ধি দিয়েই এনকাউন্টার করতে হবে।'

কী করে ভেজা বলে আউট করেন দীপক

কী করে ভেজা বলে আউট করেন দীপক

দীপক বলেছেন বল ভেজা থাকলে প্রতিটি বল করার পর প্রথম হাত মুছে নেন তিনি। এরপর রুমাল ব্য়বহার করে অনেকক্ষণ ধরে বলটি মোছেন। বল যাতে হাত থেকে ফসকে না যায়, সেকারণে রাতের ম্যাচে শেষে বল করতে হলে পুরো প্রসেসটাই রপ্ত করে নিয়েছেন বলে জানিয়েছেন চাহার।

চেন্নাইয়ে খেলার সময় থেকে এটি রপ্ত করেছেন বলে জানিয়েছেন চাহার। সাক্ষাৎকারে চাহার বলেছেন, শিশির ফ্যাক্টরের বিরুদ্ধে খেলতে হলে এটাই আমার পরিকল্পনা।

English summary
Deepak Chahar takes 7/6! reveals he learn process to counter dew
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X